স্মার্টফোন
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৫ এপ্রিল, ২০১৭, ০৩:৫৯:০৯ দুপুর
ফোন যদি হাতে থাকে স্মার্ট
যাত্রায় হয় না আর বই পাঠ।
-
রাতগুলো বই পড়ে পার হত
এখন রাত ফেইসবুকে হয় গত।
-
ঘুরে ফেরে আপডেটে চোখ যায়
নব নব পোস্ট পেতে মন চায়।
-
টাইম লাইনে চোখ যায় খুশিতে
লাইক,কমেন্ট কে দিলো ঝুড়িতে।
-
কাজের ফাঁকেতেও ফেইসবুক
চটজলদি দেখে নেয় দুইচোখ।
-
ফেইসবুক ছাড়াও কতকিছু
সময়টা নিয়ে যায় পিছুপিছু।
-
এভাবেই যায় সদা সকলের
রাখেনা হিসাব কেউ অপারের।
বিষয়: বিবিধ
৮২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন