আদর্শ ছাত্রনেতা

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ মার্চ, ২০১৭, ০৭:৪৮:৪৫ সন্ধ্যা



মুখে তার চাপ দাড়ি

মনটা যে নেয় কাড়ি

সদা যেন হাসি খুশি থাকে

কুরানের কথা বলে

রাসুলের পথে চলে

আহবান করে যাকে তাকে।

-

কলেজের সেরা বয়

লেখাপড়া মন রয়

কাঁধে থাকে বই আর খাতা

পরীক্ষা এলে তাই

ডর ভয় কিছু নাই

খুঁজে নাকো নকলের পাতা।

-

ছাত্রদের পাশাপাশি

থাকে অতি কাছাকাছি

নিজেকেই দেয় যেন মেলে

জীবনের গান গায়

স্বপ্ন হাসি ছড়ায়

হতাশাকে দুই পায়ে ঠেলে।

-

ব্যথিতকে নেয় বুকে

পাশে থাকে সুখে দুখে

এভাবেই কাটে দিন বেলা

রাত্রি গভীর হলে

জানামাজ ভিজে জলে

এটা তার দিবানিশি খেলা।

বিষয়: বিবিধ

৮৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382498
০১ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৬:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ভাল লেগেছে আপনার লেখাটি, আশা করি আরো লিখবেন । ধন্যবাদ আপনাকে
382507
০২ এপ্রিল ২০১৭ দুপুর ০১:১৪
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File