প্রিয়জনের চিঠি
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:১৭:৪৬ রাত
প্রিয়জনের কাছ থেকে যে চিঠি এসেছিলো বহুদিন আগে
তাঁকে বাধাই করা কারুকার্য খামে রেখে দিয়েছি স্বযতনে
কালে ভদ্রে হাতে নিই
চুমো দেই; সে যে আমার প্রিয়জনের চিঠি।
-
সে লিখেছে তাঁর ভাষায়,
আমি আমার মত করে বুঝিনা
পরতে পরতে সাজানো আমি
আমি আমাকে খুঁজিনা।
-
সেথায় মহাকালের কথা আছে
আছে অনন্ত জীবনের কথা
নিস্তব্ধ অন্ধকার কুঠিরের কথা আছে
আরো আছে আলো ঝলমল সোনালী উদ্যানের।
আমার বাসস্থান ; যার তলদেশে দুধের নহর প্রবাহিত
সেটা আমার প্রিয়জনের উপহার,
তার কথাও লেখা আছে।
-
আমি পড়িনা প্রিয়জনের চিঠি
আমার কথা আমি শুনি অন্যমুখে
আমি পুলকিত হই,চমকিত হই
লোভাতুর আঁখিযুগল ভিজে যায়
অগণিত উপহারের কথা শুনে শুনে।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন