পথের শেষে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৫ জানুয়ারি, ২০১৭, ০৬:৪৩:৪০ সন্ধ্যা
নির্ধারিত হায়াতের প্রান্তে ছুটে চলেছি ভয় শংকাহীন
মাড়িয়েছি হাজারো সকাল দুপুর সন্ধ্যা
গড়িয়েছে কতশত ঘুমোঘোর রাত
প্রভাতের স্নিগ্ধ শিশিরকণা এক সাগরসম হয়েছে গত।
কৈশোরের দুরন্তপনা, তারুণ্যের উচ্ছলতা
যৌবনের প্রখর রোদ্রদিন শেষে আবার সেই নব শিশু
আগমনের সুখের রেশ না কাটতেই বিদায়ের প্রস্তুতি।
নিদেনকালেও প্রশ্ন জাগিলোনা শুষ্ক মস্তিষ্কে
কেন ভোরের সুর্যটা এত রঙ ছড়ায়
কুকিলেরা কেন গান গায় বসন্তের কুঞ্জবনে
নদীরা কেন ছুটে চলে অবিরাম গন্তব্যে।
আমরাও ছুটে চলেছি
চলতে চলতে আমাদের পথ শেষ হবে পথের শেষে
আমাদের ছুটে চলার কোন শেষ নেই
স্টেশনে দাঁড়িয়ে শুধু অপেক্ষা নতুন স্টেশনের।
যে পথ মাড়িয়েছি, যে স্টেশন ছাড়িয়েছি
তা হারিয়েছে কালের গর্বে
যেথায় ফেরার সুযোগ নেই,যা ফেরবে না কোনোদিন
যে সুর্যকে বিদায় জানিয়েছি তা আর আসবেনা ফিরে।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেথায় ফেরার সুযোগ নেই,যা ফেরবে না কোনোদিন/যে সুর্যকে বিদায় জানিয়েছি তা আর আসবেনা ফিরে।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন