তোমার আগমনে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৫:০৬:৩৫ বিকাল
আকাশের চাঁদ বুঝি নামিলো ধরায়
কে এলো কে এলো সাড়া পড়ে হায়
ধরণী ফের বুঝি প্রাণ খুঁজে পায়
হে প্রিয় নবী মোর সালাম তোমায়।
নদ-নদী,তরুলতা,বৃক্ষরাজি
কার আগমনে সরব আজি
বুলবুলি কার নামে মধুগান গায়
হে প্রিয় নবী মোর সালাম তোমায়।
মাতোওয়ারা এ ধরা তোমায় পেয়ে
প্রাণে প্রাণে সুরে সুরে যায় যে গেয়ে
তোমার নামেতে সবাই হারায়
হে প্রিয় নবী মোর সালাম তোমায়।
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন