স্মৃতিকাতর সন্ধ্যা

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৮ নভেম্বর, ২০১৬, ০৭:১২:০৬ সন্ধ্যা

পশ্চিমের আকাশে এক রক্তিম লালিমা

পাশ দিয়ে এক পসলা সাদামেঘ বয়ে যাচ্ছে দূরে

একঝাক দুরের পাখি ঘরে ফেরার তাড়নায়

পায়রাগুলো তাদের আস্তানা জুড়েছে।

-

বউ-ঝি'রা বাড়ির আঙ্গিনা ঝাড়মুছ দিয়েছেন মাত্র

কুপিতে কেরোসিন ঢালে কেউ

বয়োজেষ্ঠ্য জনের মুখ হাত থেকে গুনাহ ঝরছে

মুরগী ঘরের দরোজাটা এখনো লাগায়নি কেউ, আক্ষেপ !

-

মাঠ ছেড়ে গাঁয়ের ছেলেরা ঘরমুখি

দেরী হলেই যে বাপ-চাচার বকুনি আছে

দুঃর্ভাগার পীঠে দু'ঘা পড়ে যেতেও পারে, ভয় !

পুকুরঘাটে দলবেধে নেমেছে কয়জনা হাত-মুখ ধুবে।

-

রাখাল গোয়ালঘরে ব্যতিব্যস্থ

রাতের খাবার সাজিয়ে দিতে হবে গরুর মুখে

গাই গরুটাকে একটু আলাদা খাতির, মালিকের হুকুম

বাজারের থলেটা নিয়ে বেরুতে হবে এখুনি।

-

গায়ের পাঞ্জেগানা থেকে এক সুর ভাসিলো

কুপিটা ধপ করে জ্বলে ওঠে ক্ষিণ আলো ঘরে ঘরে

সুরা কেরাতের মোহনীয় আবেশ ছড়ায় গায়ে

পরক্ষণেই ক্লাসের পাঠে মনোনিবেশ,স্যারের বেতের ভয়।

-

ঠাকুরমা দেবতাঘরে আরাধনায়

হুড়ুড়ুড়ুর আওয়াজটা প্রতিদিন ভেসে আসে কানে বাজে

মুসলমানের পাঞ্জেগানার মত তাদেরও আহবান

প্রশান্ত দিলে পবিত্র বদনে ঠাকুরমা দেখ দেবতাঘর ছাড়ছে।

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379593
০৮ নভেম্বর ২০১৬ রাত ০৯:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose Rose
এখন শুধু বিচ্ছেদ এর ডাক!
379597
০৮ নভেম্বর ২০১৬ রাত ১১:৩১
আফরা লিখেছেন : ভাইয়া এটা কত বছর আগের সন্ধ্যা ? তবে কবিতাটা খুব সুন্দর হয়েছে ভাইয়া ।

অনেক ধন্যবাদ ।
380777
১৯ ডিসেম্বর ২০১৬ দুপুর ০৩:৪৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুবই চমতকার লিখেছেন ভাই জান

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File