এক ব্যতিক্রমী আক্বিকা অনুষ্টান
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ আগস্ট, ২০১৬, ০৬:৩০:২৯ সন্ধ্যা
আক্বিকা একটি সুন্নত ইবাদত। মুসলমানরা সন্তান জন্ম নেয়ার পর সন্তানের নামে গরু, ছাগল, দুম্বা জবাই করে ধনি দরিদ্র সকলের মাঝে বিতরণ করে থাকে , কিংবা দাওয়াত দিয়ে খাইয়ে থাকে শরীয়তের পরিভাষায় তাকে আক্বিকা বলে। রসুল স: বলেছেন , তোমাদের সন্তান ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি ছাগল কুরবানী কর।
মুসলমান দেশগুলোতে আক্বিকার রেওয়াজ রয়েছে। আমাদের বাংলাদেশেও। যদিও বাংলাদেশে অনেকেই সন্তান জন্ম নেয়ার পর খুশিতে নানান আয়োজন করলেও এই বরকতময় আক্বিকাটি করেন না। অনেকে আবার ঈদুল আজহায় কুরবানীর গরুতে এক নাম আক্বিকার জন্য দিয়ে সেটা আদায় করে নেন।
প্রবাসে আমরা যারা আছি আমাদের সন্তানাধি জন্ম নিলে আমরা আক্বিকা করিয়ে থাকি দেশে। এতে করে আক্বিকার হুকুম আদায় হয় ঠিকই কিন্তু আমাদের প্রবাসী পরিবারে তার কোন প্রভাব পড়ে না। অনেক সময় বাড়তি ঝামেলা মনে করেও প্রবাসে আক্বিকা করা থেকে বিরত থাকি। আসলে আমাদের প্রত্যেক প্রবাসী পরিবারের উচিৎ যেখানে আছি সেখানেই আক্বিকা করা।
গতকাল তেমনি এক আক্বিকার অনুষ্ঠানে পরিবারের সবাইকে নিয়ে হাজির ছিলাম। দুই শতাধীক মানুষের এই অনুষ্ঠানে পুরুষ ও মহিলাদের জন্য ছিলো আলাদা ব্যবস্থা। ইসলামিক গান ছিলো, ছিলো মনোমুগ্ধকর একটি ব্যানার।যেখানে অনেকেই দোয়া লিখে দিয়েছেন যার নামে আক্বিকা হচ্ছে তাকে। বাংলাদেশী ছাড়াও অনুষ্ঠানে অন্যান্য দেশের মানুষজনও হাজির ছিলেন। সবকিছু মিলে আক্বিকা অনুষ্ঠানটি খুব ভালো হয়েছে। দোয়া করি আল্লাহ এই শিশু বাচ্ছাকে বর মানুষ হওয়ার তাওফিক দিন যাতে করে আজকের অনুষ্ঠানের সকলেই একদিন " ও সে,তার আক্বিকার অনুষ্ঠানে ছিলাম"বলে গর্ব করতে পারে।আমীন
বিষয়: বিবিধ
১৩৭৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন