$$$ সুন্দরবন $$$
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৫ আগস্ট, ২০১৬, ০৮:১৮:০২ রাত
বানরেরা নামুক বানদ্রামীতে
বাঘ নামুক তার হিংস্রতায়
সিংহ নামুক রাজা হয়ে
যেন রামপালিরা না পালায়।
-
শিয়াল নামুক দূর্তামিতে
শকুন যেন ছু মারে
সর্প আসুক ছুবল দিতে
রামপালীদের বাঁকা ঘাড়ে।
-
বাঁকা সিং এর হরিণ নামুক
পেখম মেলে ময়ূরী
বনের ভেতর ধর্মঘট হোক
পানিতে ভাসুক জলপরি।
-
ময়না টিয়া হাজার পাখি
কিচির-মিচির মিছিল দে
ঘুমিয়ে আছে যেই জাতিরা
তাদের তোরা জাগিয়ে দে।
-
তবুও যেন বেঁচে থাকে
আমার সোনার সুন্দরবন
আবার মোরা হই মানুষ
হয় যেন এক সুন্দর-মন।
বিষয়: বিবিধ
৯৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রামপালের অভিশাপ না হলে কি ক্ষতি ?
রামপাল প্রজেক্টই না হয়ে অন্য খানে যাবে,
বিদ্দুৎতো একই উৎপন্ন হবে !
একই কাজতো সেই বিদ্দুতে হবে !
সন্দেহ করেছে কে কবে ?
ডিজিটাল উন্নতিতে সরকারইতো বাহবা পাবে,
কে আর তাতে ভাগ বসাবে,দেশদ্রোহী কে হবে ?
অপেক্ষায় আছি যদি সরকার বাহাদুর,
বদলায় একটিবার তার নতজানু সুর
ভালো লাগলো | অনেক ধন্যবাদ|
আমার সোনার সুন্দরবন/
আবার মোরা হই মানুষ/
হয় যেন এক সুন্দর-মন।
ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন