@@@সুমধুর সুর ( গান)@@@
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৩ আগস্ট, ২০১৬, ১১:৩১:৩৯ রাত
মিনারের চুড় থেকে ভেসে আসে যে সুর
সেই সুর সুমধুর- সুমধুর।
-
যে সুরে ভেসে আসে আল্লাহর নাম
যে সুরে শুনা যায় আল্লাহ মহান
সে সুর শুনে মন ছুটে যায় দুর- দূর বহুদুর।
-
যে সুরের আহবানে পড়ে যায় সাড়া
যে সুরে জেগে উঠে ঘুমের পাড়া
সে সুরে মিশে আছে আল্লাহর নুর- আল্লাহর নুর।
-
মানুষের কল্যানে যে সুর ডাকে
জীবন সাজাও তুমি সে সুরের বাঁকে
তবেই পাবে তুমি জান্নাতি নুর- জান্নাতি নুর।
বিষয়: সাহিত্য
১৪১৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে সুরে ভেসে আসে আল্লাহর নাম
যে সুরে শুনা যায় আল্লাহ মহান
সে সুর শুনে মন ছুটে যায় দুর দূর বহুদুর অনেক ভালো লাগলো ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন