@@@ ঈদ তুমি এসো না @@@

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ জুলাই, ২০১৬, ০৩:০৫:১৬ রাত

পৃথিবীর নানা প্রান্তে নির্যাতিত মানুষের দ্বারে

ঈদ তুমি এসো না

তোমার মিছে হাসি আনন্দের মাঝে

কেমনে আড়াল করিব অজস্র কান্নার নোনা জল

ফিলিস্তিন কিংবা সিরিয়ার দেয়ালে চাপা পড়া

অবুঝ শিশুর পিট পিট চাহনীতে

ঈদ তুমি এসো না

ফিরনি সেমাইর বাটি নিয়ে যে মা আজো

মুক্তির মিছিলে শরিক হওয়া তার প্রিয়জনের অপেক্ষায়

ঈদ তুমি এসো না সেথায়

মিয়ানমারের রক্তাক্ত সেই জনপদ

হাজারো মানুষের রক্ত নদীর সীমানায়

ঈদ তুমি এসো না

ঈদ তুমি এসো না

আরেক শহীদি ঈদগাহে

ঝিনাইদহের নিভৃত পল্লির গায়ে

তোমার আগমনী প্রভাতে

কতশত বাবা মা'র বুকে আছড়ে পড়ছে কান্নার ঢেও

কতশত যুবা তরুন শুন্য দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে লোহার শিকল ধরে

কতশত মজলুম ফেরারি বাড়ি ফেরার মিছে প্রতিক্ষায়

যে শিশুটি একটি লাল জামার জন্য

আজো পথপান্তে দাঁড়িয়ে আছে তার বাবার খুঁজে

ঈদ তুমি এসো না রক্তাক্ত সেই বাংলার বিপন্ন প্রান্তরে।

বিষয়: সাহিত্য

৯৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374131
০৭ জুলাই ২০১৬ রাত ০৪:০৯
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সময়ের নিয়মে তবুও ঈদ আসে। ঈদ আসবে। আবার চলেও যাবে। আগে জানতাম-দেখতাম আজ মানে ঘরে ঘরে আনন্দ। সেই আনন্দ এখন সবার ঘরে হয়না। তবুও ঈদ মোবারক
374134
০৭ জুলাই ২০১৬ সকাল ০৫:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের জন্যই তো ঈদ আসবে ভাই। সবাই যেন এক হতে পারি।
374256
০৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : না ঈদ সত্যই সেখানে আসেনা বরং আসে আগুনের হল্কা কান্নার রোল হয়ে। ঈদ চাইনা হৃদয়ে তাদের সবর দাও। ধন্যবাদ।
377429
১১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:৪৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File