@@@ ঈদ তুমি এসো না @@@
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ জুলাই, ২০১৬, ০৩:০৫:১৬ রাত
পৃথিবীর নানা প্রান্তে নির্যাতিত মানুষের দ্বারে
ঈদ তুমি এসো না
তোমার মিছে হাসি আনন্দের মাঝে
কেমনে আড়াল করিব অজস্র কান্নার নোনা জল
ফিলিস্তিন কিংবা সিরিয়ার দেয়ালে চাপা পড়া
অবুঝ শিশুর পিট পিট চাহনীতে
ঈদ তুমি এসো না
ফিরনি সেমাইর বাটি নিয়ে যে মা আজো
মুক্তির মিছিলে শরিক হওয়া তার প্রিয়জনের অপেক্ষায়
ঈদ তুমি এসো না সেথায়
মিয়ানমারের রক্তাক্ত সেই জনপদ
হাজারো মানুষের রক্ত নদীর সীমানায়
ঈদ তুমি এসো না
ঈদ তুমি এসো না
আরেক শহীদি ঈদগাহে
ঝিনাইদহের নিভৃত পল্লির গায়ে
তোমার আগমনী প্রভাতে
কতশত বাবা মা'র বুকে আছড়ে পড়ছে কান্নার ঢেও
কতশত যুবা তরুন শুন্য দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে লোহার শিকল ধরে
কতশত মজলুম ফেরারি বাড়ি ফেরার মিছে প্রতিক্ষায়
যে শিশুটি একটি লাল জামার জন্য
আজো পথপান্তে দাঁড়িয়ে আছে তার বাবার খুঁজে
ঈদ তুমি এসো না রক্তাক্ত সেই বাংলার বিপন্ন প্রান্তরে।
বিষয়: সাহিত্য
৯৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন