Bee Bee Bee মজা Bee Bee Bee

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ এপ্রিল, ২০১৬, ০৬:১৭:০০ সকাল



মজা একটি খাটি বাংলা শব্দ কি না জানি না। তবে বাংলায় বহুল ব্যবহারে মনে হয় শব্দটা খাটি বাংলাই হবে। শব্দটি স্বাদ, আকর্ষনীয়, আনন্দদায়ক ইত্যাদি শব্দের সমার্থক। উল্লেখিত শব্দগুলো নির্ধারিত স্হানে ব্যবহৃত হয়ে থাকে। যেমন, কোনকিছু খাবারের ক্ষেত্রে স্বাদ ব্যবহৃত হয়। কোন জিনিষ, কোন সুন্দর স্হান বা এমন কোনকিছু যা বারবার দেখতে মন টানে সে ক্ষেত্রে আকর্ষনীয়, আবার যা করলে, দেখলে, শুনলে মন দুশ্চিন্তা মুক্ত হয়, তখন সেখানে আনন্দদায়ক শব্দ ব্যবহৃত হয়। কিন্তু সকল স্হানে, সকল সময়ে, সকল ক্ষেত্রে স্হান কাল পাত্র ভেদে মজা শব্দটি অনায়াসে ব্যবহৃত হয়ে থাকে। যেমন, কোন কিছু খেয়ে স্বাদ মিললে মানুষ বলে খুব মজা পেয়েছি খেয়ে। কোন আকর্ষনীয় কিছু দেখেও মানুষ বলে থাকে ওখানে যেয়ে বা ঐ জিনিষটা দেখে খুব মজা লেগেছে। আবার আনন্দদায়ক যেমন ভারত ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচ দেখে মানুষ বলে খেলাটা দেখে খুব মজা পাইছি। অর্থাৎ মজা এমন একটা শব্দ যা ভিন্ন ভিন্ন যায়গায় বসেও ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে।

আমরা যারা টুডে ব্লগে লিখি, পড়ি, বা মন্তব্য করে থাকি তা আমরা মজা পাই বলেই করে থাকি। ব্লগে একটা লিখা পোস্ট করার পর যখন দেখি পোস্টখানা স্টিকি হয়েছে, অনেক পাঠকের দ্বারা পঠিত হয়েছে কিংবা পক্ষে হোক আর বিপক্ষে হোক অনেকগুলো মন্তব্য এসেছে তখন খুবই মজা লাগে। আর মজা লাগে বলেই আমরা শত ব্যস্ততার মাঝেও, হাজারো বিড়ম্বনা সহ্য করেও বারবার এই ব্লগেই হামাগুড়ি দেই।

মাঝে মাঝে আমাদের মধ্যে একগুয়েমী চলে আসে। ব্লগের উপর থেকে মজা কমে যায়। তখন আমরা প্রথমে ব্লগে অনিয়মিত হই এবং পরে আস্তে আস্তে হারিয়ে যাই। কেও অল্প বিরতির পর ফিরে আসেন। কেওবা দীর্ঘ বিরতির পর। আবার কেও আর ফিরে আসেন না।

এই যে একগুঁয়েমী চলে আসা বা ব্লগে মজা কমে যাওয়া তার জন্য অনেকাংশে বা তার চেয়েও বেশি ব্লগ কর্তৃপক্ষ দায়ী। একজন ব্লগারকে ধরে রাখা, তার একগুঁয়েমি দূর করা কিংবা ব্লগে বারবার ফিরে আসার জন্য যে রুপ রস ও গন্ধ দরকার তার সবকিছুই যেন আজকের টুডে ব্লগে অনুপস্থিত । ব্লগ চলছে তো চলছেই। কোন ঘসামাঝা নেই ব্লগে। মাসের পর মাস যায় কোন লেখা স্টিকি হয়না। ব্লগারদের নিয়ে থাকেনা কোন আয়োজন। বিশেষ বিশেষ দিন গুলোতেও ব্লগ থাকে নিষ্প্রাণ। এই অবস্তায় ব্লগাররা কেমনে পাবে লেখায় প্রাণ।

সেই নিষ্প্রাণ দেহে প্রাণের স্পন্দন দিতে , অরুচিকর খাদ্যকে সুস্বাদু মজাদার করতে ব্লগাররা উদ্যোগী হলে সেখানে হাজারো মানুষের সমাগম ঘটলেও কর্তৃপক্ষের কাছ থেকে কোন সাড়া মিলেনা। যা বড়ই আক্ষেপ এবং হতাশার। আমরা আশা করি, কর্তৃপক্ষের ঘুম ভাংবে। তারা আবার সরব হবেন, ব্লগখানাকে আমাদের জন্য এমন মজাদার করে তুলবেন যার কারনে আমরা তো দূরে যেতে পারবোই না উপরুন্ত যারা হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে ব্লগের মজাদার গন্ধে, আমাদের কলকাকলীর শব্ধ শুনে তারাও ফিরে আসবে।

সেই মজাদার ব্লগীয় দিনের অপেক্ষায় ।

Bee Bee Bee

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364381
০২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আমরা এতিম ব্লগার! আর আর এতিমদের সহায় আল্লাহ। ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য।
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৪
304220
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
364384
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৫
আবু জান্নাত লিখেছেন : ব্লগে চঞ্চলতা ফিরে আসুক, এই প্রত্যাশায়..........
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৫
304221
প্যারিস থেকে আমি লিখেছেন : আমরা সকলেই অপেক্ষায়।
364394
০২ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমরা চাই কতৃপক্ষ আরো সচেতন হবে ।
একটা বিষয় কিন্তু না বললেই না আমি বেশ কয়েকটা ব্লগে ঘুরেছি এত অরুচি লেখা ইসলামকে নিয়ে বিভিন্ন ভাবে কটুক্তি করা ইত্যাদি সৈহ্য হয়না
আলহামদুল্লিাহ সেই তুলনায় এখানে অনেক ভাল
আপনাকে ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫০
302273
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

যথার্থ বলেছেন, সহমত
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৫
302283
গাজী সালাউদ্দিন লিখেছেন : অন্যান্য ব্লগে অরুচিকর খাবার খাওয়ার লোকের অভাব পড়েনা
আর এখানে আমরা নিজেরা যেমন বাজে খাবার খাইনা, অন্যেরা পরিবেশন করলেও আমরা মুখে তুলিনা। দেখেন না, একটা বাজে পোস্ট আসলেই সবাই চিল্লানি মারে
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৭
304222
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
364433
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : তুমি যে আমার
ওগো তুমি যে আমার
কানে কানে শুধু
একবার বল
তুমি যে আমার।

এই কথাটাই মডুদের কাছে শুনতে আমরা আছি অধীর আগ্রহে।

ব্লগ খাইতে কি মজা লাগে? লাগেনা
পান্তা খান
হেভভি মজা ভালো লাগলো
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৭
304223
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
364453
০২ এপ্রিল ২০১৬ রাত ০৮:১১
শেখের পোলা লিখেছেন : এ ব্লগে ইসলামপ্রেমী ব্লগার বেশী তাই নিছক মজানিতে আসা লোকের ভিড় নেই৷আর মজালুটা জিনিষটা ইসলামে নগন্য৷ তাই নিয়মিত ভিজিটরগণ যদি ব্লগার হন তো আর আমরা যদি নিয়মিত হই৷ অন্যের লেখা পড়া ও মন্তব্য করা আর জবাব দেওয়াই অভ্যস্থ হই তবে এ ব্লগও জমজমাট হবে৷ জমা হাটে কেনা কাটা করার ইচ্ছা বাদ দিয়ে আসুন নিজেরা হাট জমাই৷ অবশ্য এতে কর্তৃপক্ষেরও বিশেষ ভুমিকার বিকল্প নেই৷ তাদেরকেও সক্রিয় হতে অনুরোধ করি৷ ধন্যবাদ৷
২১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৫৮
304224
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File