স্বাধীনতা দিবস উদযাপন ব্লগীয় আয়োজন ; কর্তৃপক্ষের প্রতি নিন্দা প্রস্তাব

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ মার্চ, ২০১৬, ০৯:৪৮:২৫ রাত



গতকাল বাংলাদেশ সময় সন্ধা ৭ টায় টুডে ব্লগে ব্লগার গাজী সালাউদ্দিনের বাড়িতে হয়ে গেল এক ব্যতিক্রমী আয়োজন।

টুডে ব্লগে’র আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন (এক পোস্টেই সকল পোস্ট) শিরোনামে স্বাধীনতা দিবস উদযাপন। প্রথমেই বলে রাখি, এই আয়োজন ব্লগ কর্তৃপক্ষের ছিলোনা। ছিলো কিছু কি-বোর্ড সৈনিকের। যারা প্রতিনিয়ত টুডে ব্লগের কল্যানে, ব্লগটাকে সচল রাখতে কাঁচা পাকা হাত দিয়ে কি-বোর্ডে লড়াই চালিয়ে যাচ্ছেন। বিদ্যুৎ না থাকা,নেট না থাকা, মোবাইলে চার্জ না থাকা, কিংবা ব্যাক্তিগত গুরুত্বপুর্ণ কাজ থাকা, সবকিছুর বিড়ম্বনা সহ্য করেও অনেকেই এই আয়োজনে শরিক হয়েছেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাদেরকে উত্তম যাযা দান করুন এই দোয়া ছাড়া আমাদের আর দেয়ার কিছু নেই।

গাজী সালাউদ্দিনের সাবলিল উপস্হাপনায় আয়োজিত এই মনোরম প্রোগ্রামের সভাপতির দায়িত্ব পালন করেন জনাব ব্লগার শেখের পোলা। পবিত্র কুরআন থেকে সরল অনুবাদ নিয়ে আসেন ব্লগার মাহবুবা সুলতানা লায়লা। তাছাড়া প্রবন্ধ, কবিতা/ছড়া,কৌতুক ইত্যাদি নিয়ে হাজির হন সর্বব্লগার

প্রবাসী আব্দুল্লাহ শাহীন

আবু জান্নাত

তটরেখা

এলিট

ইশতিয়াক আহমেদ

আবু তাহের মিয়াজী

নূর আয়শা আব্দুর রহিম

মাহবুবা সুলতানা লায়লা

রঙ্গিন স্বপ্ন

মামুন

বাকপ্রবাস

অভিমানী বালক

শেখের পোলা

মোহাম্মদ আব্দুল মতিন মুন্সী

আফরা

প্যারিস থেকে আমি

তাছাড়া হাজির ছিলেন

কুয়েত থেকে

দুষ্টু পোলা

আবু সাইফ

তোমার হৃদয় জুড়ে আমি

তারেক বিন জিয়াদ

সন্ধাতারা

মোঃ ওহিদুল ইসলাম

মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম

দ্য স্লেভ

ছালসাবিল

চেতনাবিলাস।

সকলেই হাজির থেকে আয়োজনকে সুন্দর স্বার্থক ও পরাণবন্ত করেছেন।তাই সবাইকে আবারো মোবারকবাদ।

নিন্দা প্রস্তাব

আমরা আশ্চর্য হয়েছি মহান স্বাধীনতা দিবসে ব্লগ কর্তৃপক্ষের কোন আয়োজন না দেখে। আরো আশ্চর্য হয়েছি এই বিষয়ে লিখা কোন পোস্ট স্টিকি না দেখে। আমরা আরো আশ্চর্য হয়েছি কিছু ব্লগার তাদের শত ব্যস্হতার মাঝে একটি আয়োজন করে ব্লগে পোস্ট দিয়ে ঘন্টার পর ঘন্টা আয়োজনকে সরব করে রাখলো, সম্ভবত ব্লগের সর্ববৃহত পোস্ট,যেখানে একসাথে অনেকের লেখা স্হান পেয়েছে, সেই ভালবাসার পোস্টখানা

কর্তৃপক্ষ নির্বাচিত পোস্টে দেয়ার মত সৌজন্যতা দেখালেন না। আমি তারজন্য কর্তৃপক্ষকের প্রতি নিন্দা প্রসতাব রাখছি। যারা একমত আছেন তারা মন্তব্যে নিন্দা জানিয়ে যাওয়ার আহবান করছি।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ৪৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363920
২৮ মার্চ ২০১৬ রাত ০৯:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৩৫
301982
প্যারিস থেকে আমি লিখেছেন : নিন্দা প্রস্তাবে একমত কি না বুঝা গেল না। ধন্যবাদ।
363924
২৮ মার্চ ২০১৬ রাত ১০:৫০
আবু জান্নাত লিখেছেন : আমি আশাহত হয়েছি। জানি না ওনাদের মন মানসিকতা কেমন! ওনাদের ভূমিকা কি? ওনাদের কেমন পোষ্টের প্রয়োজন ছিল?

ব্লগাররাই যে ব্লগের প্রাণ, অথচ সব কজন এক্টিভ ব্লগারের অনুরোধের পরও কর্তৃপক্ষের টনক নড়েনি।

ওনারা হয়তো আরো উচ্চ মাপের, উচ্চ শ্রেণীর লোক, তাই আমাদের মত সাধারণের আহবানে/অনুরোধে ওনাদের কিই বা আসে যায়!

নিন্দা প্রস্তাবের সাথে একমত হয়ে অন্তত কিছু মনের ঝাল মিটাই। ধন্যবাদ

৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৩৭
301983
প্যারিস থেকে আমি লিখেছেন : জানিনা উনারা এত নীরব কেন?

ধন্যবাদ।
363929
২৮ মার্চ ২০১৬ রাত ১১:১৬
আফরা লিখেছেন : মনে হয় উনাদের পেটের সমস্যা তাই টয়লেটে দৌড়াতে দৌড়াতে কালকে নির্বাচনী পাতার আপডেট করতে পারে নাই ।

ভাইয়া আসলে আপনি পোষ্টা দিয়েছেন ঠিক আছে তবে কোন কাজ করলে আমাদের কিছু ভুল হয় , তো আমাদের কার চোখে কি ভুল ধরা পড়ল সেগুলো নিয়ে একটু বল্লে ভাল হত যাতে সামনে আবার যখন আমার এরকম কোন আয়োজন করব তখনেই ভুল গুলো যেন না হয় ।

ধন্যবাদ ভাইয়া ।
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৩৯
301984
প্যারিস থেকে আমি লিখেছেন : সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ। এই কাজে আপ্নাকেও এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
363931
২৮ মার্চ ২০১৬ রাত ১১:২৭
তট রেখা লিখেছেন : আমি নিন্দা প্রস্তাবে সমর্থন জানাচ্ছি। ব্লগের তো এখন বেহাল দশা, বাংলাদেশে ব্লক।
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৩৯
301985
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ আপনার সাহসী উচ্ছারনে।
363932
২৮ মার্চ ২০১৬ রাত ১১:২৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া। আপনাদের সকলের কষ্টের সাথে আমিও একাত্ব হয়ে শুধু এটুকুই বলতে চাই ক্ষুদ্র স্বার্থের খাতিরে বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দেয়া কারোরই উচিৎ নয়। তাই বিদ্যমান বৈরীপূর্ণ দুর্যোগ পরিবেশ পরিস্থিতিতে সকলকেই অনেক ধৈর্যধারণ করে শান্ত থাকার আহ্বান জানাই।

সেইসাথে ব্লগ কর্তৃপক্ষকে ঘৃণার পরিবর্তে শ্রদ্ধা ও সাধুবাদ জানাই এজন্য যে বিভিন্ন হয়রানীমূলক নিষ্পেষণ সহ্য করে, বৃহৎ অঙ্কের অর্থের মাশুল দিয়ে এখন পর্যন্ত ব্লগটিকে টিকিয়ে রাখার জন্য।

মহান রাব্বুল আলামীন আমাদের সকলের সুন্দর ও মহতী বাসনা, সদিচ্ছা এবং সুকর্মগুলোকে কবুল করুণ। আমীন।
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৫০
301986
প্যারিস থেকে আমি লিখেছেন : হাজারো সীমাবদ্ধতা আমরা বুঝি। তাই বলে এতটা নীরব থাকতে হবে! স্বাধীনতা দিবসে একটাও লেখা কি মানসম্পন্ন হয়নি যে লেখাটা স্টিকি করা যাবে।
আসলে উনারা চরম খামখেয়ালিপনার পরিচয় দিচ্ছেন।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
363934
২৮ মার্চ ২০১৬ রাত ১১:৩৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ আপনার সুমতি দান করুন। ব্লগটাকে প্রায় ৮/১০ বার ব্লক করে দিল কোনদিন সরকারের বিরুদ্ধে আপনার নিন্দা প্রস্তাব পেলাম না। আর আপনি আজ এসে ব্লগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনছেন। সত্যি সেলুকাস এ জাতি। এ জাতির উপর আল্লাহর খাছ রহমত না আসলে সুমতি হয়তো হবে না।
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৫৫
301987
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের দেশের সরকার! তাদের প্রতি আবার নিন্দা!

আল্লাহ সত্যি আমাদের সুমতি দান করুন। বিশেষ করে বিডিটুডের মডুদের।
363935
২৮ মার্চ ২০১৬ রাত ১১:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিন্দা জানাতে ইচ্ছে করলেও নিন্দা জানানো সম্ভব হচ্ছেনা!!! কারণ অন্তত এই ব্লগটির ব্যপারে আমরা সবাই অবগত! তবে আয়োজন পোস্টটি স্টিকি না হওয়ায় খারাপ লেগেছে।
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৫৫
301988
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
363937
২৯ মার্চ ২০১৬ রাত ১২:১৩
দুষ্টু পোলা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ আপনার সুমতি দান করুন। ব্লগটাকে প্রায় ৮/১০ বার ব্লক করে দিল কোনদিন সরকারের বিরুদ্ধে আপনার নিন্দা প্রস্তাব পেলাম না। আর আপনি আজ এসে ব্লগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনছেন। সত্যি সেলুকাস এ জাতি। এ জাতির উপর আল্লাহর খাছ রহমত না আসলে সুমতি হয়তো হবে না।
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৫৬
301989
প্যারিস থেকে আমি লিখেছেন : তাহলে উনাকে দেয়া জবাবটিই আপনি পড়ে নিন।
ধন্যবাদ।
363938
২৯ মার্চ ২০১৬ রাত ১২:১৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আল্লাহ তায়ালা সকলের ব্যাস্ততাকে দুর করুক এবং এমন একটা জনপ্রিয় ব্লগের এ্যাডমিনকে আরো উম্মক্ত হতে আল্লাহ তওফিক দিক
আমিন
৩০ মার্চ ২০১৬ রাত ০৪:৫৭
301990
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন।
ধন্যবাদ।
১০
363940
২৯ মার্চ ২০১৬ রাত ১২:৫৫
শেখের পোলা লিখেছেন : আমাদের আরও সহণশীল হওয়া প্রয়োজন৷ রাগ করে যদি বলি তবে বলব,- 'যার খাসী সে যেদিক দিয়ে কাটুক তাতে আমার কি?' কারণ ব্লগটি সম্পর্কে আমরা সকলেই জানি যে অনেক ঝড় ঝাপটা সহ্য করে এখনও টিকে আছে বা আমাদের জন্য টিকানো হয়েছে৷ অন্ততঃ একাকেও আমি আমার জন্য অনেক পাওয়া মনে করি৷ এখানে মনখুলে কথা বলতে কোন বাধা পাইনা৷ আমার মত নাম লিখতে কলম ভাঙ্গা লোক যার অখাদ্য লেখা অন্ততঃ ৫০-১০০ বা তারও বেশী পাঠকের মাঝে উপস্থাপন করার সহস এই ব্লগই দিয়েছে৷ স্টিকি হলে সোনায় সোহাগা হত৷ হয়তো কর্তৃপক্ষের কোন অসুবিধা আছে তাই হয়নি৷ তাইবলে সোনা পিতল হয়ে যায়নি৷ তাদের মাঠে বেড়া থাকলে আমরা খেলতেও পারতাম না৷ বেড়া নাই তাই যখন যার যেভাবে ইচ্ছা আসছি খেলছি, বন্ধু হচ্ছি,বন্ধু পাচ্ছি৷ জ্ঞানের কথা, অজানা কথা জানছি, শোনাচ্ছি৷ আসুন যা আছে তাতেই সন্তুষ্ট হই৷ অন্তরের ক্ষোভ ঈর্ষা মুছে ফেলি৷ধন্যবাদ
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০১
301991
প্যারিস থেকে আমি লিখেছেন : শোকরিয়া জনাব। এই ব্লগই আমাদের লিখতে শিখিয়েছে, আমরা লিখছি। এই ব্লগের উত্তরোত্তর সম্ব্রদ্ধি চাই বলেই মডুদের নীরবতা সহ্য হয়না।
১১
363948
২৯ মার্চ ২০১৬ রাত ০২:২৫
বাকপ্রবাস লিখেছেন : কর্তৃপক্ষ হয়তো সমস্যায় আছেন, তবুও বিশেষ বিশেষ দিবসের ব্যাপারা গুলো একটু দেখলে ভালো হয়, না হলে সবাই আগ্রহ হারাবে, তবে যাই হোকনা কেন আমরা আছি এই ব্লগে, কেননা যখন কেউ ছিলনা তখন টুডে ছিল
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০৩
301992
প্যারিস থেকে আমি লিখেছেন : কি এমন সমস্যা ভাই, দিবসের সাথে সম্পর্ক রেখে একটা পোস্ট স্টিকি করতে পারেন না।
১২
363957
২৯ মার্চ ২০১৬ সকাল ০৬:০৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার কিছু বলার ছিলনা, নাগো
আমার কিছু বলার ছিলনা
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০৪
301993
প্যারিস থেকে আমি লিখেছেন : তাই বলে কলম বন্ধ রাখতে পারবো না।
১৩
363961
২৯ মার্চ ২০১৬ সকাল ১০:০১
হতভাগা লিখেছেন : ব্লগকে আরও সচল + গরম রাখতে মডাড়েটররা মনে হয় ব্যস্ত আছেন

হয়ত কয়েকদিন পর দেখবেন যে অপি টাইপ কয়েকটাকে নামিয়ে দিয়েছে । তাদেরকেই হয়ত প্রশিক্ষন দেওয়ায় ব্যস্ত আছে ।
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৩
301922
কুয়েত থেকে লিখেছেন : অপি কই পালিয়ে গেছে নাকি? যদি আল্লাহ হেদায়েত দিয়ে থাকেন তো খুবই ভালো! আমরা ভালোটাই কামনা করি।আপনাকে ধন্যবাদ
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০৫
301994
প্যারিস থেকে আমি লিখেছেন : মজা পাইলাম আপনার মন্তব্যে।
১৪
363962
২৯ মার্চ ২০১৬ সকাল ১০:০১
হতভাগা লিখেছেন : ব্লগকে আরও সচল + গরম রাখতে মডাড়েটররা মনে হয় ব্যস্ত আছেন

হয়ত কয়েকদিন পর দেখবেন যে অপি টাইপ কয়েকটাকে নামিয়ে দিয়েছে । তাদেরকেই হয়ত প্রশিক্ষন দেওয়ায় ব্যস্ত আছে ।
১৫
363965
২৯ মার্চ ২০১৬ সকাল ১১:০০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ১) কর্তৃপক্ষের শুভবুদ্ধির উদয় হোক-এই কামনা করছি।
২) গাজী সালাউদ্দিন ভাইকে এই অনন্য, ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য হৃদয়ের অন্ত:পুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি।
৩) প্যারিস থেকে আমি-ভাইয়ের জন্যও রইলো অনেক প্রীতি ও শুভেচ্ছা।
ধন্যবাদ।
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০৫
301995
প্যারিস থেকে আমি লিখেছেন : অনেক অনেক শোকরিয়া।
১৬
363980
২৯ মার্চ ২০১৬ দুপুর ১২:২৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এই সুন্দর আয়োজন এর জন্য প্যারিস থেকে আমি এবং গাজী সালাউদ্দিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

নিন্দে জানিয়ে গেলুম।
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০৫
301996
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
১৭
363998
২৯ মার্চ ২০১৬ দুপুর ০২:২৯
কুয়েত থেকে লিখেছেন : আপনার অভিযোগ ঠিক তবে মডুদের প্রতি ভাল ধারণা রাখাই উচিৎ। অনুমান না করাই ভাল নবীজি (সাঃ) অনুমান পরিহার করতে বলেছেন। কেননা অনুমান হলো নিকৃষ্টতম মিথ্যা কথা। আর আপনাদের এই আয়োজনটি অত্যান্ত প্রসংশনিয়। তবে এর জন্য পর্য্যালোচনা হওয়া উচিৎ আগামী দিনের সাফল্য কামনায় অসংখ্য ধন্যবাদ আপনাকে
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০৭
301997
প্যারিস থেকে আমি লিখেছেন : আমিতো খারাপ ধারনা করিনি।
উনারা ঘুমিয়ে আছেন,জাগানোর চেষ্টা মাত্র।
১৮
364017
২৯ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫৪
সুশীল লিখেছেন : দুষ্টু পোলা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ আপনার সুমতি দান করুন। ব্লগটাকে প্রায় ৮/১০ বার ব্লক করে দিল কোনদিন সরকারের বিরুদ্ধে আপনার নিন্দা প্রস্তাব পেলাম না। আর আপনি আজ এসে ব্লগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনছেন। সত্যি সেলুকাস এ জাতি। এ জাতির উপর আল্লাহর খাছ রহমত না আসলে সুমতি হয়তো হবে না।
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:০৭
301998
প্যারিস থেকে আমি লিখেছেন : উনাদের দেয়া জবাবটি আপ্নারো।
১৯
364028
২৯ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া! আপনার নিন্দাবাদের সাথে যদিও অনেকেই একমত হবেন বা হয়েছেন। তথাপি শুধু একদিক চিন্তা করলে হবেনা। সবদিকেই সজাগ দৃষ্টি দিতে হবে। শুধু বলবো; এমন কোন লেখা বা স্টীকি পোস্টের কারনে যদি ঝড়ে এসে পুরো ব্লগটাকেই আক্রমন করে সেক্ষেত্রে সবকিছুই হারাতে হবে। তাই বলবো; নাই মার থেকে কানা ভালো। জাযাকুমুল্লাহ
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:১২
301999
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। আমি শুধু একদিক চিন্তা করিনি বোন। ব্লগটাকে সাবলীল এবং প্রাণবন্ত রাখতে উনাদের আরো বিচক্ষণতা ও এক্টিভিটিস দরকার।
২০
364053
২৯ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:১২
302000
প্যারিস থেকে আমি লিখেছেন : এত চিন্তার দরকার নাই।নিন্দা জানাচ্ছেন কি না সেতা জানান।
২১
364080
২৯ মার্চ ২০১৬ রাত ০৯:৩৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : উনাদের ভালোবাসি বলেই রাগ করা যায়। আমি রেগে নিন্দা জানালাম।
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:১৩
302001
প্যারিস থেকে আমি লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২২
368975
১৪ মে ২০১৬ রাত ০৪:৫৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File