পাখির কাছে মনের কথা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ মার্চ, ২০১৬, ০৫:৪২:৫৮ সকাল
বললাম আমি পাখির কাছে কেমনে উড়িছ ভাই
পাখি আমায় বলে
আল্লাহতায়ালা দিচ্ছে ডানা উড়তে মানা নাই।
-
খড়কুটোর ঐ জীর্ণ ঘরে কেমনে থাকিস সুখে
পাখি আমায় বলে
আল্লাহতায়ালার প্রেমের পরশ বেধে রাখিস বুকে।
-
গান গেয়ে যাস কেমন করে এমন মধুর সুরে
পাখি আমায় বলে
আল্লাহর গানে ছন্দ সুর হয় তারই দেয়া নুরে।
-
বনবাদাড়ে ঘুরে বেড়াছ কোথায় রিজিক মিলে
পাখি আমায় বলে
আল্লাহতায়ালা দিচ্ছে রিজিক ডাঙায় নদ আর ঝিলে।
-
পরিশেষে সুধাই তাকে তুমি আমায় কিছু বলো
পাখি হেসে বলে
আল্লাহতায়ালাই মহান মালিক তারই পথে চলো।
বিষয়: বিবিধ
১১৪৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পশু পাখি , গাছ পালা পাহাড় পর্বত সহ সবাই আল্লাহর প্রশংসা মূলক তসবীহ পাঠ করে যাচ্ছে , যেটা মানুষ সাধারণ চোখে দেখে না ।
"আল্লাহতায়ালাই মহান মালিক তারই পথে চলো।" মানুষ ছাড়া এর বাইরে যাবার স্বাধীনতা আর কোন প্রাণীর নেই৷ তাই হিসাবও নেই৷ ধন্যবা৷
পাখি হেসে বলে,
আল্লাহতায়ালাই মহান মালিক তারই পথে চলো।
-শেষ ৩ পংক্তির ম্যাসেজ অসাধারণ।।।।
আসলে আল্লাহর দেয়া জ্ঞান, কলম আর বিবেক দিয়ে কিভাবে আল্লাহর বিরুদ্ধাচরণ আমরা করি? একটি পাখির যা জ্ঞান আছে-আমাদের কি তাও নেই? পাখি আল্লাহকে চিনল আর সৃষ্টির সেরা মানুষ হয়ে আমরা চিনলাম না।জাযাকাল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন