স্বাধীনতা দিবস উদযাপন ব্লগীয় আয়োজন (সাময়ীক পোস্ট)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৩ মার্চ, ২০১৬, ০৭:০৯:৩৫ সকাল
স্বাধীনতা । অসংখ্য অগণিত মানুষের জীবনহানী আর উত্তপ্ত তাজা লাল খুনের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা । আমার মায়ের ইজ্জত আর বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা । এই স্বাধীনতা কারো দান নয়, কোন ব্যাক্তি বা গোষ্ঠীর একক কৃতিত্বের ফসল নয়। এই স্বাধীনতা জীবন দিয়ে ছিনিয়ে আনা এক লাল টুকটুক সুর্য্য।
আগামী ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। নানা রকম আয়োজনে এই দিন উদযাপন করা হবে। ব্লগ কর্তৃপক্ষ এই দিন উদযাপনের কোন উদ্যোগ নেবে বলে মনে হয়না। আসুন না আমরা সকলে মিলে এই দিন উদযাপনে উদ্যোগী হই। আমাদের ব্লগীয় আয়োজনের কর্মসূচী ঃ
সভাপতি -সম্মানিত ব্লগার শেখের পোলা (তিনি সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য লিখবেন)
পরিচালক -সম্মানিত ব্লগার গাজী সালাউদ্দিন (তিনি পোস্ট দিয়ে আয়োজনের সূচনা করবেন এবং অন্যদের সকল লেখা তার পোস্টে যোগ করবেন। সূচনায় তিনি সংক্ষিপ্ত লিখবেন )
কুরআন থেকে (সংক্ষিপ্ত তরজমা) -মাহবুবা সুলতানা লায়লা
শুভেচ্ছা বক্তব্য লিখবেন-ব্লগার জীবরাইলের ডানা
ঈগলের চোখ,
কুয়েত থেকে,
মো ওহিদুল ইসলাম,
আবুসামীহা।
(অবশ্যই সংক্ষিপ্ত )
আলোচনা লিখবেন-
ব্লগার নুর আয়শা আব্দুর রহিম, বিষয়- আমাদের স্বাধীনতা
পটাশিয়াম নাইট্রেট , বিষয়- স্বাধীনতা এবং আমরা
আফরা, বিষয়- ছাত্রীজীবনে স্বাধীনতা দিবস উদযাপন
প্রবাসী আব্দুল্লাহ শাহীন,বিষয়- প্রবাসে স্বাধীনতা দিবস
আবু জান্নাত, বিষয়- ভুলুন্ঠিত স্বাধীনতা
(সংক্ষিপ্ত হবে)
প্রবন্ধ - মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি, বিষয়- স্বাধীনতা রক্ষায় আমাদের করণীয়
স্বাধীনতার ছড়া/কবিতা-
বাকপ্রবাস, আবু তাহের মিয়াজী, প্যারিস থেকে আমি, ফাতিমা মরিয়াম, অন্য চোখে।
কৌতুক - দ্য স্লেভ, আওণ রাহবার, এলিট।
আপ্যায়ন- দ্য স্লেভ ও আফরা।
২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।
(দ্রষ্টব্য- আমাকে ক্ষমা করুন এবং মাইন্ড না করে সাড়া দিন। যাদের নাম লিখিনি তারাও আসবেন)
বিষয়: বিবিধ
১৪৬৫ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যিই অনেক চমৎকার আয়োজন।
উল্লেখিত ব্লগাররাসহ সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণ কামনা করছি।
আচ্ছা পরে লিখলেন ২৭ মার্চ।কেন?
আফরাকে এ্যাপায়নের দায়িত্ব দিলেন! সব একাই সাবার করে দিবে! যা খাওয়্যা
তাহলে কি ২৬ তারিখই আয়োজন করতে চান। কেও তো দুইদিনব্যাপী করতে আগ্রহী। কি করা যায়?
ওকে আপ্যায়নে আমি থাকব । ইনশা আল্লাহ !
আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে একজন মেয়েও নেই। সাদিয়া মুকিম আর সন্ধাতারার সাথে কেমন করে যোগাযোগ থাকবে! বানু আপা একবার ব্লগে কয়েক মুহুর্তের জন্য ফেবুতে আমার পোস্ট দেখেছে। না উনি আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছে আর না আমি উনাকে পাঠিয়েছি। খালি গুজব ছড়ানোর মধ্যে এক্সপার্ট!
তাতো এ্যাপায়নে থাকবেনই, ওখানেইতো আপনার আসল স্বার্থ। খালি খাওনের দিকেই নজর থাকে!
@ পইন্না, চুন্নি
এই দেখেন http://www.first-bd.net/blog/blogdetail/bloglist/6327/mbanu
ঐ দিন তো থাকবোই না!
অভিনন্দন সবাই কে।
১. রবিবার কেন? ২৭ তারিখ কেন? সন্ধ্যা ৭টা হওয়ার হিকমাতটা কি?
২. অনুষ্ঠানটা ২দিন ব্যাপী করলে করলে কেমন হয়? ২৬-২৭ মার্চ।কারণ আমরা যারা রবিবারে বিষম ব্যস্ত থাকি, তারা শনিবারে সুযোগ নিতাম।
আমরা আসি অথবা না আসি, প্রত্যাশা করি অনেক জ্ঞানীজন, পুরো শিক্ষিত মানুষ আসবেন সেই আসরে। মুডুদের অনুরোধ করবোঃ জিনিসটা একটু খানি ঝুলিয়ে রাখবেন-যাতে সবাই উপভোগ করতে পারে।
ধন্যবাদ, আয়োজন সফল হোক।
রবিবার ইউরোপের ছুটির দিন মাথায় এসেছিলো। দেখা যাক অন্যরা কি বলেন। সন্ধা ৭ টা বাংলাদেশের,যাতে সবাই অংশ নেন।
দুদিন ব্যাপী সম্ভব নয়,কেননা সব গুলো লেখা একই পোস্টে যায়গা দিতে চাই।
ধন্যবাদ আপনার আগমনে।
ওকে আপ্যায়নে আমি থাকব । ইনশা আল্লাহ !
প্রবন্ধ লিখতে পারবো কিনা জানি না। তবুও দায়িত্ব যথন দিয়েছেন, চেষ্টা করে যাবে ইন শা আল্লাহ।
তবে পোষ্টটি সাথে সাথে ষ্টিকি করলে সবার দৃষ্টিগোচর হবে, যদি মামা/মামিদের সূ-নজরে আসে আরকি! আয়োজনের উদ্দোগের জন্য ধন্যবাদ
ধন্যবাদ সাড়া দেয়ার জন্য।
অপরদের দাওয়াতের দায়িত্ব আমাদের নিতে হবে।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
সুন্দর আয়োজন , আমরা যে যেই ময়দানে আছি যেই অবস্থাতে আছি সেই অবস্থাতেই প্রমান দিতে হবে চেতনাবাজরাই শুধু স্বাধীনতার আয়োজক নয় এবং স্বাধীনতা তাদের পৈতৃক সম্পদ নয় , স্বাধীনতা সারা বাংলাদেশের সম্পদ
আমাকে যেই দায়িত্বটা দিয়েছেন আমার সেই যোগ্যতা নাই তার পরেও যেহেতু দায়িত্ব ! চেষ্টা করব পালন করার জন্য দোয়া করবেন
ধন্যবাদ
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন