কবি আল মাহমুদকে নিবেদিত
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৭ জানুয়ারি, ২০১৬, ০২:১৯:৫৯ দুপুর
যদি আল মাহমুদ নাম না হয়ে হইতো অন্যকিছু
যথিন্দ্রনাথ হইলে সাংবাদিকরা ছুটতো তোমার পিছু।
-
মানতে যদি যাকে তাকে তোমার জাতির পিতা
পাইতে খাতির শিওরে তোমার গাইত যশের গীতা।
-
লিখতে যদি ব্যঙ্গ করে ধর্ম কর্ম নিয়ে
লুটোপুটি খাইতো সবাই তোমার পায়ে গিয়ে।
-
পড়তে যদি রাম রামায়ন ছেড়ে আল কুরআন
পত্রিকারই পাতা জুড়ে হইতে শিরোনাম।
-
গাইতে যদি বন্দনা সব তোমার কবিতা গানে
নেতা নেত্রী ছুটতো এখন হসপিটালের পানে।
-
ভয় করনা হে মহান কবি এসবে যায় কি আসে
ধন্য তুমি কর্মে তোমার এক আল্লাহ পাশে।
বিষয়: সাহিত্য
১২০৫ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১০০% সত্য কথা।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
আল মাহমুদের আগের লেখাগুলো, মাগগো মা কি সাংঘাতিক ছিল। আল্লাহ্ হেদায়েত করেছেন।আলহামদুলিল্লাহ্
মন্তব্য করতে লগইন করুন