=== বড়লেখায় স্বাগত তোমায় ===
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২২ জানুয়ারি, ২০১৬, ১২:০১:৪০ রাত
পুর্বে সীমান্ত ঘেঁষে পাথারিয়া পাহাড়
যেন আমাদের সীমানা প্রাচীর
দাড়িয়ে আছে সৈনিকের মত
শাল,সেগুন,গজার আর অগনিত বৃক্ষরাজি
তুমি কি দেখিতে আসিবে আজই ।
-
পশ্চিমে বিস্তৃর্ণ হাকালুকি হাওর
চুয়েছে শাহজালালের সিলেট বিভাগ
শীতে চলে শাক-শবজির ফলন
ভরা মৌসুমে মাছ আর জল রাশি রাশি
তুমি কি দেখিতে আসিবে আজই ।
-
খাসিয়া পুন্জির পানের বাহার
মুনিপুরি ললনার চপল চলা
আগর আতরের শিল্প
সু-দীর্ঘ চা বাগানের মনোরম দৃশ্যরাজি
তুমি কি দেখিতে আসিবে আজই।
-
মাধবকুন্ডের ঝর্ণায় নাইয়ে দেব
কাচাপাতির চা তোমায় খাইয়ে দেব
আম জাম লিচু কাঠালের বড়লেখায়
তোমাকে স্বাগত হে বন্ধু সাথী
তুমি কি দেখিতে আসিবে আজই।
বিষয়: সাহিত্য
১৪১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু কেমনে আিব হায়,
শৃগাল ও শকুন সদা ওঁত পেতে রয়৷
আমাদের উত্তর দক্ষিণে ২টা নদী ছিল। এই সম্পর্কে কিছু বললেন না।
মন্তব্য করতে লগইন করুন