ভয়
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৩:০৫ রাত
ভয় শুধু ভয়
অন্তরে ভয়
বাহিরে ভয়
সরকারে ভয়
বিরুধিদলে ভয়
পুলিশে ভয়
সন্ত্রাসে ভয়
কথা বলতে ভয়
নিরবতায় ভয়
দেখতে ভয়
শুনতে ভয়
লিখতে ভয়
পড়তে ভয়
কাঁদতে ভয়
হাসতে ভয়
ভালবাসতে ভয়
ঘৃনা করতে ভয়
টাকায় ভয়
দারিদ্রে ভয়
ঘুমাতে ভয়
জেগে থাকতে ভয়
হাটতে ভয়
বসতে ভয়
খাইতে ভয়
পান করতে ভয়
ত্যাগে ভয়
গ্রহনে ভয়
শুধু ভয় নেই মরতে,ভয় নেই জাহান্নামে জ্বলতে।
বিষয়: সাহিত্য
১১৩৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্য কাজে যত ভয়
তবে একটু পরেই ভুলে যাই ।
ভাইয়া কালকের কথা মনে আছে তো মিস করবেন না কিন্তু ভাইয়া ।
ভয়ের জ্বালায় শান্তি নাই
ভয় হতে সব বাঁচতে চাই ।
অনেক ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন