মানবতার কান্না
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৭:৫৭ বিকাল
আমি কাঁদতে চাই
আমাকে এক নদী জল দাও
আমার আঁখিযুগল মরুভুমির ধু ধু প্রান্তর হয়েছে সেই কবে।
দুর অতীতের কোন কালে,হয়তোবা হাবিলের লাল খুন
যা দেখে আমার অন্তরাত্তা কেঁপে উঠেছিলো
কান্নার মিছিল শুরু সেই থেকে ।
-
শতাব্দির পর শতাব্দি
যুগ-যুগান্তরে, প্রতি জনপদে যখনি ভুলুন্টিত হয়েছি
আমি কেঁদেছি।
-
আমি, আগুনে পুড়ে লাশের কয়লা দেখে কাঁদি
আমি, বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত নারী-পুরুষের মুখচ্ছবি
কিংবা অবুঝ শিশুর রক্তমাখা শার্ট
মুখ থুবড়ে পড়ে থাকা সাগর পাড়ের আইলান কুর্দি
নিরীহ জনের সলীল সমাধী দেখে কাঁদি।
-
আমি কাঁদতে চাই
ঝরঝর করে কাঁদতে চাই
হাউমাউ করে কাঁদতে চাই
বুক চাপড়ে কাঁদতে চাই।
-
আমাকে এক সাগর জল দাও
আমি কেঁদে কেঁদে ভাসিয়ে দিতে চাই
অন্যায় -জুলুম, হিংসা , জিঘাংসা।
বিবেকের দোয়ারে প্রচন্ড ধাক্কা দিতে চাই
আমার কান্নার প্লাবনে।
বিষয়: বিবিধ
১২৫৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যুদ্ধ লাগিয়ে মানবতার ধ্বজাধারী সাজাদের জন্য এটা একটা বিরাট চ্যালেন্জ
খুবই দুঃখজনক ! আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দিন।
আমীন।
আল্লাহ মালিক,রহম কর তুমি........!!!
ততবার কেঁদেছি।
ধন্যবাদনিন সুন্দর কাব্যিক গাঁথনি মাখা কবিতা লিখার জন্য।
মন্তব্য করতে লগইন করুন