একটা সুখের দিন
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ আগস্ট, ২০১৫, ০১:২৫:৩৮ রাত
৩রা এপ্রিল ২০১৫ সাল,রোববার।বিকাল ৪ ঘটিকায় আগামী দিনের এক মহারাজার সাথে সাক্ষাৎ হলো। আগামী দিনের আল্লাহর পথের এক সিপাহসালারের সাথে মোলাকাত হলো। সারা দুনিয়ার নির্যাতিত,নিপীড়িত মজলুম মানুষের পক্ষে মুক্তির শ্লোগান দেয়ার আগামী দিনের এক বজ্রকন্ঠের সাথে দেখা হলো। আগামী দিনের এক জ্ঞান তপস্যার সাথে ভাব বিনিময় হলো। মানবতার মুক্তির সনদ মহাগ্রন্হ আল-কুরআন বক্ষে ধারণকারী আগামী দিনের এক মোহাফেজের সাথে মোসাফাহা হলো। আল্লাহ ও তার রাসুলের গান গেয়ে ঘুমন্ত মানুষের অন্তর জাগানো আগামী দিনের এক সুললিত কন্ঠের মোয়াজ্জিনের সাথে কোলাকুলি হলো।
তার সাথে দেখা করার জন্য আগেরদিন থেকে আমার মনে দারুন পেরেশানী শুরু হয়েছে। আমার সময় যেন কাটছেনা। প্রতিটা সেকেন্ড যেন এক একটা বছরসম। মহারাজার আগমন উপলক্ষে আগের দিন থেকেই অপেক্ষাকৃত ভালো কাপড় কাপড়াদি রেডি করে রেখেছি। গোসল করেছি আচ্ছামত সাবান মেখে, মাথার চুলগুলো শ্যাম্পু দিয়ে ধুয়েছি। সারা শরীরে লোশন লাগিয়েছি। বিকাল ৪ টায় তার আসার কথা, আমি ২ টা থেকেই রেডি হয়ে আছি। জুহরের সালাত আদায় করে আল্লাহকে বলেছি,ভালোয় ভালোয় যেন তার সাথে সাক্ষাত হয়। শরীরে আতর লাগানোর ইচ্ছে ছিলো।পরক্ষনেই ভাবলাম,তার যদি এলার্জির সমস্যা থাকে। তাই আর আতর লাগাইনি। যথাসম্ভব পাক পবিত্র ও সুন্দর কাপড় পড়ে তার সাথে দেখা করেছি। তাকে জড়িয়ে ধরেছি,চুমো খেয়েছি তার কপালে, মাথায়,হাতে,শরীরে এবং তার পায়ে।বুকের সাথে লেপটে ধরেছি কিছুক্ষণ ।মাত্র ত্রিশ মিনিট সময় তার সংগ পেয়েছি।সময়টা নিমিষেই পার হয়ে গেলো।
আগামী দিনের এত বড় একজন মানুষের সাথে সাক্ষাতে তাকে ভালো কিছু উপহার দেয়ার মত আমার সুযোগ ছিলোনা।তবে তাকে আমি দামের দিক দিয়ে অতি কমদামের,মানের দিক দিয়ে অতি মুল্যমানের একটি কলম উপহার দিয়েছি।
এতক্ষণে আপনারা হয়তো হাপিয়ে উঠছেন যে,যার কথা বলছি সেই মহান মানুষটি কে ? হা প্রিয় পাঠক ও শুভানুধ্যায়ী, আমি আমার কলিজার ঠুকরা একমাসপূর্ণ বয়েসী সন্তানের মুখ দর্শন করেছিলাম সেদিন। আমি প্রীত, আনন্দিত ও পুলকিত হই সেদিন। আলহামদুলিল্লাহ। মহান মাবুদের দরবারে নত শিরে এই দোয়াই করছি, তিনি যেন আমার উপরুক্ত বক্তব্যের প্রতিটি কথা,শব্দ অক্ষরে অক্ষরে কবুল করেন। সবগুলো বক্তব্যের সুবিশাল সমন্বয় সাধন করে আমার সন্তানকে এক পরিপূর্ণ মানুষ হওয়ার তাওফিক দেন। আর সবকিছু যেন হয় একমাত্র তার সন্তুষ্টির উদ্দেশ্যে। আমীন
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক মিষ্টি ভাতিজা
কিন্তু বাকী জিবনে কি হয় তকদিরের উপর ছেড়ে দিন।
আল্লাহ আপনার আশা পূরণ করুন খুব সুন্দর। অবশ্য সব বাচ্চারাই সুন্দর
আল্লাহতায়লা আপনাদের উপর রহমত করুন।
-আল্লাহতায়ালা আপনার ছেলেক আগামী দিনের খালিদ বিন ওলিদ বানিয়ে দিন।আমিন...
মাশাআল্লাহ খুব সুন্দর। আল্লাহ তায়ালা আপনার দোয়া কবুল করুন...।
মাশা আল্লাহ! আলহামদুলিল্লাহ! আল্লাহ আপনাদের সন্তানকে কুররতা আ'য়ুন হিসেবে, মুত্তাকিনা ইমামা হিসেবে কবুল করে নিন!আমিন।
মন্তব্য করতে লগইন করুন