গল্প: মায়ের পালকি (পর্ব এক)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৮ আগস্ট, ২০১৫, ০৫:২৪:৫২ বিকাল



দু'বারই আমি আমার মা'য়ের পালকির পিছু পিছু দৌড়িয়েছি।কিন্তু আমি আমার মাকে ছুতে পারিনি। ধরতে পারিনি তার কোমল হাতখানা। বলতে পারিনি,মা তুমি আমায় ছেড়ে যেওনা। দু'বারই আমি কেঁদেছি, অনেক কেঁদেছি। আমার কান্নায় আকাশ বাতাস ভারী হলেও আমার মায়ের মন ভারী হয়েছে কি না আমি জানিনা। প্রথমবার, তা ও না হয় পালকিতে দেয়া পর্দা সরিয়ে আমার দিকে তাকিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বার, একটিবারের জন্যও পর্দা সরিয়ে আমার দিকে তাকান নি। কেন তাকান নি তা ও জানি না।

আমার বয়স যখন মাত্র তিন বছর তখন আমার বাবা কলেরা রোগে আক্রান্ত হয়ে সরকারী হাসপাতালের বেডে শুয়ে ডাক্তারের অবহেলা আর ভুল চিকিৎসায় কাতরাতে কাতরাতে মারা যান। বাবার মৃত্যুর পর দাদার বাড়িতে আমার ও আমার মায়ের ঠাই হয় মাত্র একমাস। বাবার চল্লিশা হওয়ার আগেই তলপি তলপা সহ আমার মাকে স্বামীরবসতভিটা ছেড়ে হতদরিদ্র তার বাবার গৃহে চলে আসতে হয়,সাথে আমাকেও। ওখানে আমাকে কে রাখবে । বাবার সৎ ভাইয়েরা আমাকে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেন নি। তাছাড়া আমি বিদেয় হলেই তাদের জন্য ভালো। যেটুকু জমি জমা আমার বাবার রয়েছে তারা সেগুলো ভাগ-ভাটোয়ারা করে নিতে পারেন।

আমার নানার দুই ছেলে। অর্থাৎ আমার মামা দুইজন। দু'জনই আমার মায়ের বয়সে ছোট। তারা তাদের বোনকে খুব ভালবাসে। ভালবাসেন বলেই জমি বিক্রি করে তাদের থেকে অপেক্ষাকৃত ধনি পরিবারে তারা তাদের বোনকে বিয়ে দেন।যাতে করে তাদের বোন আরামে আয়েশে জিন্দেগী পার করে দিতে পারে। বিয়ের পর সেভাবে চলছিলোও। আমার বাবা মা কে খুব ভালবাসতেন,মা'ও। বাবা মায়ের ভালবাসা আর সুখে শান্তিতে দিন যাপন দেখে আমার নানা,মামুরাও খুব খুশি। তারা খুশি, অন্তত তাদের জমি বিক্রি করে মেয়ে- বোনকে বিয়ে দিয়ে তারা ঠকেন নি।

আমার বাবা আহামরি ধনি ছিলেন না।কিছু জমি জমা ছিলো ।আর ছোটখাট ব্যাবসা করেই চালাতেন তার মায়া মমতাময় ছোট্ট সংসারটি।তার বুকে ভালবাসাও ছিলো অফুরন্ত।তাই তার যা ছিলো এই সামান্য থেকে সৎ ভাইদের সাহায্য সহযোগিতা করতেন।কিন্তু মৃত্যুর পর তার রেখে যাওয়া একমাত্র সন্তানের ঠাই হয়নি তার হাতে গড়া বাড়িতে।

বলেছিলাম,বাবা মায়ের ভালবাসার কথা। আমার বাবা মা দুজনই দুজনকে খুব ভালবাসতেন। তাদের বিয়ে ও ভালবাসাবাসির মাখামাখির একবছরের মাথায় আমার জন্ম হয়। খুব খুশি আমার বাবা।জন্মের দিনই কয়েক কেজি জিলাপি পাড়াপ্রতিবেশিদের খাইয়েছেন। সাতদিন হতে না হতেই ঘটা করে দুইটা ছাগল জবাই করে আমার নামে আক্বিকা করেছেন।আমার বাবা আবার খুবই ধর্মপরায়ন ছিলেন। আমাদের নবী মুহাম্মদ (স)বলেছেন, মেয়ে হলে একটা ছাগল আর ছেলে হলে দুইটা ছাগল জবাই করে আক্বিকা করতে। তাই আমার বাবা নবীর কথানুযায়ি দুইটা ছাগল জবাই করেছেন। মসজিদের হুজুর খাইয়েছেন, আমার জন্য দোয়া করিয়েছেন। বাবার খুশিতে মা'রও খুশি যেন আর ধরছেনা।খুশি আমার নানা ও মামুরাও।

আমার জন্মের বছর বাবার জমিতে ভালো ফলন হয়। বাবার ব্যাবসায়ও আয় উন্নতি হতে লাগলো।সবাই বললো, আমি নাকি খব লক্ষি। এমন লক্ষি সন্তান নাকি সচরাচর জন্ম নেয় না। আমার বাবা তার সফলতার কেন্দ্রবিন্দু আমাকে বানিয়ে ফেললেন। আমার প্রতি আদর মহব্বতও দিনদিন আরো বাড়তে লাগলো। প্রতিদিনই আমার বাবা আমার জন্য নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে আসেন। আমার মা আমাকে নতুন জামা কাপড় পরিয়ে দেন। আমার হাতে,গায়ে,মাথায় তেল মাখিয়ে দেন।মুখে ক্রীম লাগিয়ে,মাথার চুল আছড়িয়ে সুন্দর করে সাজিয়ে কপালে একটা চুমো দেন। তারপর বাবার সামনে নিয়ে গেলে বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন।কি যেন পড়ে আমার শরীরে ফু দিয়ে তার বুকের সাথে লেপটে ধরেন। আমার মা কে বলেন,বড় হলে আমার বেটা সাহেবদের মত হবে। আমাকে এটা সেটা খেলনাও কিনে দেন। নতুন কোন খেলনা দেখলে তা আমার জন্য কিনে আনবেনই। সারাদিন কাজের শেষে রাতে বাড়ি ফেরে আমাকে কিছুক্ষণ আদর যত্ন না করলে, আমার সাথে খেলা না করে আমার বাবা ভাত পর্যন্ত মুখে দেন না।

চলবে........

বিষয়: সাহিত্য

১৪৮১ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334515
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৫১
276579
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। ভুমিকাতেই ভালো লাগলে আশা করি পরের পর্বগুলোর সাথে থাকবেন।
334517
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
নাবিক লিখেছেন : পরের পর্বের অপেক্ষায়.....
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:১০
276631
প্যারিস থেকে আমি লিখেছেন : ইনশা আল্লাহ,খুব তড়িৎ পাবেন।
334574
০৮ আগস্ট ২০১৫ রাত ১১:২৭
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভালো লেগেছিল, লিখতে থাকুন। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:১২
276632
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। আশা করি পরের পর্বগুলোও ভালো লাগবে, ইনশা আল্লাহ।
334578
০৮ আগস্ট ২০১৫ রাত ১১:৫৩
আফরা লিখেছেন : এটা গল্প নাকি জীবন থেকে নেয়া বুঝতে পারলাম না তবে ভাল লেগেছে । অনেক ধন্যবাদ ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:১০
276630
প্যারিস থেকে আমি লিখেছেন : গল্পগুলোত আমাদের জীবনেরই অংশ।পরবর্তি পর্বের আমন্ত্রণ রইলো।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:১৫
276633
আফরা লিখেছেন : ইনশা আল্লাহ ! থাকব ভাইয়া । তবে আমার ধারনা এটা আমাদেরই জীবন তবে আপনার ব্যাক্তিগত জীবন নয় ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:২৪
276634
প্যারিস থেকে আমি লিখেছেন : হা এটা আমার জীবনের অংশ নয়,কালপনিক।তবে আমরাতো বাস্তবতা বিবর্জিত কোন কল্পনাও করিনা। আমার গল্পটার যে পরিনতি এরকম যেন কারো জীবন না হয় সে দোয়া থাকলো।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:৩৯
276641
প্যারিস থেকে আমি লিখেছেন : আমি আমার গল্পটা আগেই পুরোটা লিখে রেখেছি।লম্বা হয়ে যাবে বলে পর্ব করে দিচ্ছি।আপনি যদি আপনার জীবনি লিখে থাকেন একটু শেয়ার করবেন।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:৪৫
276642
আফরা লিখেছেন : ভাইয়া আমার জীবনটা আপনার গল্পের ঠিক বিপরিত । Click this link
334585
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:২০
আবু জারীর লিখেছেন : আফরা আপুর জীবনের গল্প পড়ে ছিলাম জানিনা এটা আপনার জীবন থেকে নেয়া না কি কল্পনা? তবে শুরুটা খুবই সুন্দর হয়েছে।
ধন্যবাদ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:৩৪
276640
প্যারিস থেকে আমি লিখেছেন : জানিনা এটা আফরা আপুর জীবনি কি না। তবে আমার গল্পের মত কারো জীবন না হোক এই দোয়া থাকলো। আর আপনাকে পরবর্তি পর্বের আগাম দাওয়াত।
334590
০৯ আগস্ট ২০১৫ রাত ১২:৪৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।পরের পর্বের অপেক্ষায়.....
০৯ আগস্ট ২০১৫ রাত ০১:২৩
276646
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। আগামীকালই ইনশা আল্লাহ।
334605
০৯ আগস্ট ২০১৫ রাত ০২:২৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাস্তবতা.....
০৯ আগস্ট ২০১৫ রাত ০৩:১৫
276648
প্যারিস থেকে আমি লিখেছেন : আরো কঠিন কিছুর জন্য অপেক্ষায় থাকুন।
334669
০৯ আগস্ট ২০১৫ সকাল ১১:৩০
ঝিঙেফুল লিখেছেন : চমৎকার গল্প। পরের পর্ব কবে পাব?
১০ আগস্ট ২০১৫ রাত ০২:৪৫
276862
প্যারিস থেকে আমি লিখেছেন : পরের পর্ব দিয়েছি,কিন্তু আপনি পরেন নি।
১০ আগস্ট ২০১৫ সকাল ১০:২১
276895
ঝিঙেফুল লিখেছেন : পড়েছিHappy
334734
০৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চমৎকার ভাবে শুরু করেছেন। ধন্যবাদ..
১০ আগস্ট ২০১৫ রাত ০২:৪৮
276863
প্যারিস থেকে আমি লিখেছেন : আশা করি পুরোটাই ভালো লাগবে। ২য় পর্ব প্রকাশ হয়েছে। পড়ার দাওয়াত থাকলো।
১০
334956
১০ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার কাল্পনিক গল্প প্রথম পর্ব পড়ে আগ্রহ বাড়তাছে ,,চালিয়ে যান সাথে আছি
১১ আগস্ট ২০১৫ সকাল ০৫:২৩
277021
প্যারিস থেকে আমি লিখেছেন : খুশি হলাম।
১১
335538
১৩ আগস্ট ২০১৫ রাত ১২:৪৩
জবলুল হক লিখেছেন : আপনার গল্পের নায়ক দেখি দারুণ মেধার অধিকারী। তার মায়ের বিবাহ,জন্ম ,জন্মের পরের কাহিনী সবই এমনভাবে বর্ননা করছে যেনো সব নিজ চোখে দেখেছে। ভালো লাগলো।ধন্যবাদ।
১৩ আগস্ট ২০১৫ রাত ১২:৫৩
277433
প্যারিস থেকে আমি লিখেছেন : নায়ক কি আর বড় হয়না ? তার নানা মামুরা কি তার সুখ দুঃখের স্মৃতিগুলো বর্ণনা করেন নি? ধন্যবাদ আপনি এসেছেন আমার পাতায়। পরের পর্বগুলোও পড়বেন আশা করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File