@ হারাবো তোমার বাঁকে @
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৪ আগস্ট, ২০১৫, ০১:৩৬:৪৬ রাত
জ্যোৎস্না কৌমুদী রাতে
এসো,দুজনে ভিজে যাই
জ্যোৎস্নাবারীতে
হাত ধরিয়া হাতে।
-
জ্যোৎস্নার ভেলায় ভাসি দুুজনে
অঙ্গে জড়াজড়ি করি
আমাদের পায়ে লুটোপুটি খাবে
চাঁদের মায়া ঝরি।
-
চাঁদ তারকার মাখামাখি রাতে
আমরাও হারাবো সেথা
জগতের সব ভালবাসা প্রেম
এক হয়েছে যেথা ।
-
তারার ফুল পাড়িয়া আনিব
পরাবো তোমার নাকে
জলসিয়া উঠিবে হৃদয় আমার
আমি,হারাব তোমার বাঁকে।
বিষয়: সাহিত্য
১১৩৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বহুতদিন পরে
আমায় মনে করে
দিয়াছো একখান মন্তব্য
আমি ধন্য ধন্য ধন্য।
দারুণ লিখেছেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন