@ অমৃত প্রাণ @ শহীদ কামারুজ্জামান ও শহীদ আব্দুল কাদের মোল্লাকে নিবেদিত

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ জুলাই, ২০১৫, ০১:৫০:২৮ দুপুর

ওরা আসবে বারেবারে ফিরে বাংলার প্রান্তরে

বেঁচে থাকবে হাজার বছর ধরে মানুষের অন্তরে ।

-

ওরা আসবে মিছিলে মিছিলে বজ্র শ্লোগান হয়ে

হাজার কন্ঠে প্রাণশক্তি আর তাকবীর ধ্বনি লয়ে।

-

ওরা আসবে ঘুমন্ত প্রাণে সাহস যোগাতে দিলে

মরা নদীতে ঢেউ তুলিতে প্রতিফোটা রক্ত নলে।

-

ওরা আসবে গান কবিতায় শিল্পীর ছন্দ সুরে

শহীদি মিনার ঝংকৃত হবে আল্লাহ তায়ালার নুরে।

-

ওরা আসবে প্রেরণা হয়ে সংগ্রাম মুখরিত কর্মীর

উড়াবে বিজয় নিশান দুর করে অন্ধকারের তিমির ।

-

ওরা আসবে সত্য সুন্দর আর মানবতার জয়গানে

জাগবে জনপদ দৃপ্ত শপথে শহীদের আহবানে।

-

ওরা আসবে তাহাজ্জুদে পাঁচওয়াক্ত নামাজের পর

থাকবে ওরা ঈমানদারের হৃদয়ের অতল গহবর।

-

ওরা আসবে সাহস শক্তি শাহাদাতের তামান্নায়

লহুতে ওদের অন্যায় জুলুম ভাসিয়া নিপাত যায়।

-

ওরা মরেনি কুরআনের বাণী সত্য বলেই জানি

সারাটি জীবন গেয়েছে ওরা সেই সে জিন্দেগানি।

বিষয়: সাহিত্য

৯৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

332196
২৮ জুলাই ২০১৫ দুপুর ০২:০৯
কুয়েত থেকে লিখেছেন : ওরা আসবে প্রেরণা হয়ে সংগ্রাম মুখরিত কর্মীর
উড়াবে বিজয় নিশান দুর করে অন্ধকারের তিমির। লেখাটি ভালোই লাগলো সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপনাকে
332197
২৮ জুলাই ২০১৫ দুপুর ০২:১৪
শরাফতুল্লাহ লিখেছেন : ওরা মরেনি কুরআনের বাণী সত্য বলেই জানি
সারাটি জীবন গেয়েছে ওরা সেই সে জিন্দেগানি।


অনেক ভালো হয়েছে।
332262
২৮ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
332360
২৯ জুলাই ২০১৫ রাত ০৩:০১
শেখের পোলা লিখেছেন : ভাল লাগল৷ সুন্দর হয়েছে৷
332796
৩১ জুলাই ২০১৫ রাত ০১:৪৩
আবু জারীর লিখেছেন : ওরা আসবে ইনশা'আল্লাহ আগামিদিনের মুজাহীদের প্রেরণা হয়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File