মোনাজাত (২)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ জুলাই, ২০১৫, ০৪:০০:০৫ বিকাল
আমাদের পাপগুলো মাফ করে দাও
তোমার রঙ্গে সদা জীবন রাঙ্গাও।
-
জীবনের প্রতি ক্ষণে পরতে পরতে
তোমার দয়া যেন পাই পদে পদে।
-
তুমি বিনা আর কোথা নত নাহি শির
সেই পথে থাকি যেন যে পথ নবীর।
-
জীবনের সব হাসি গানে আর ছন্দে
তোমার পরশ যেন থাকে সব অঙ্গে।
-
কভু যদি তোমা হতে বিস্মৃত হই
হাত ধরে টেনে নিও যেন তোমা রই।
-
জীবন মরণ সব সপিলাম তোমায়
জান্নাত যেন পাই অনুপম ক্ষমায়।
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন