মুশরিক

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ জুন, ২০১৫, ০৫:৩৯:০৩ সকাল

দেবতা-পুরোহিতের নামে যারা উৎসর্গ করে প্রাণী

তাদেরকে আমরা মুশরিক বলে সকলেই জানি।

-

মাজার-পীরের নামে যারা কুরবানি দেয় পশু

তারা কেন মুশরিক নয় জিজ্ঞেস করে ভিশু।

-

মাটি দিয়ে বানিয়ে দেবতা প্রনাম করে যারা

আদিকাল থেকে জেনে এসেছি মুশরিক শুধু তারা ।

-

ইট বালু দিয়ে বেদি বানিয়ে সদা করি সম্মান

তবুও আমি মুশরিক নই খাটি মুসলমান !

-

মুসলমানের ঘরে জন্মেছি বলে ঈমান পাক্কা আছে

মুশরিকিতেও জড়িত থাকি আল্লাহ রসুল পাছে।

-

পীর মাজারে চাইতে থাকি,মানত করি শত

মুসলিম হলেও আমার সব কাজ মুশরিকেরই মত।

-

পীর মাজার,পুরোহিত দেবতা হয়েছে একাকার

কে মুসলিম,কে মুশরিক বলার সাধ্য কার ?

-

মন্দিরে পুজো করিয়া যদি ওরা মুশরিক হয়

মাজারে পুজো করিয়া কেন আমি মুশরিক নয়?

বিষয়: সাহিত্য

১১১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327777
২৮ জুন ২০১৫ সকাল ০৮:৪৩
হতভাগা লিখেছেন :


মুসলিম হয়ে আমরা করি নানা কাজ কারবার
ধর্ম আছে যার যার তবে উতসব হবে সবার
২৮ জুন ২০১৫ সকাল ০৯:২৬
270024
ছালসাবিল লিখেছেন :


জ্ঞান নেই বলে তারা চলে অন্যর পথে,
সেজন্য সব মুসলিমকে দোষ দিবোনা একসাথে।
মাথায় কাপড় পড়লেই হয়না হিজাব,
বোঝেনা তারা এই কথাটি জ্ঞানের অভাব।

Smug Smug Angel Love Struck
০১ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৪
270439
প্যারিস থেকে আমি লিখেছেন : উৎসব সবার হয় কেমনে ?
327787
২৮ জুন ২০১৫ সকাল ১০:৩০
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকারভাবে বর্তমান সমাজের মুসলিমদের রূপ ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ।
০১ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৪
270440
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
327864
২৮ জুন ২০১৫ রাত ১১:২৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনারা যে মুসলিম এর পাশে আধুনিক লা্গাইতে চান!!
০১ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৫
270441
প্যারিস থেকে আমি লিখেছেন : তাই বলে নিজের মৌলিকত্ব ধুলায় মিষিয়ে।
327933
২৯ জুন ২০১৫ বিকাল ০৫:১২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ লেখনি। অনেক ধন্যবাদ..






এটা কোন ধর্ম? নিশ্চয়ই ইসলাম নয়।
আরো লিখুন শিরক বিদআতের মুল উপগে ফেলতে হবে।
০১ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৫
270442
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া জনাব।
328204
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
শেখের পোলা লিখেছেন : আল্লাহকে পিছে ফেলে যারা ছোটে অর্থের পিছে/
মুশরিক তারাও, এ কথা হবেনা খনও মিছে৷
শির্কের অনেক রূপ আছে৷ দেখা যায় কিন্তু বোঝা যায়না৷ ধন্যবাদ৷
০৬ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫০
271117
প্যারিস থেকে আমি লিখেছেন : যাযাকুমুল্লাহ।
328317
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪২
আবু আশফাক লিখেছেন : মাযারে মাযারে যারা সিজদাহ করে
টাকা পয়সা যারা দেয় মাযারে
তাদের তো ঈমান না...ই
তাদের তো ঈমান নাই।
০৬ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫১
271120
প্যারিস থেকে আমি লিখেছেন :
পীর মাজার,পুরোহিত দেবতা হয়েছে একাকার
কে মুসলিম,কে মুশরিক বলার সাধ্য কার ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File