মুশরিক
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ জুন, ২০১৫, ০৫:৩৯:০৩ সকাল
দেবতা-পুরোহিতের নামে যারা উৎসর্গ করে প্রাণী
তাদেরকে আমরা মুশরিক বলে সকলেই জানি।
-
মাজার-পীরের নামে যারা কুরবানি দেয় পশু
তারা কেন মুশরিক নয় জিজ্ঞেস করে ভিশু।
-
মাটি দিয়ে বানিয়ে দেবতা প্রনাম করে যারা
আদিকাল থেকে জেনে এসেছি মুশরিক শুধু তারা ।
-
ইট বালু দিয়ে বেদি বানিয়ে সদা করি সম্মান
তবুও আমি মুশরিক নই খাটি মুসলমান !
-
মুসলমানের ঘরে জন্মেছি বলে ঈমান পাক্কা আছে
মুশরিকিতেও জড়িত থাকি আল্লাহ রসুল পাছে।
-
পীর মাজারে চাইতে থাকি,মানত করি শত
মুসলিম হলেও আমার সব কাজ মুশরিকেরই মত।
-
পীর মাজার,পুরোহিত দেবতা হয়েছে একাকার
কে মুসলিম,কে মুশরিক বলার সাধ্য কার ?
-
মন্দিরে পুজো করিয়া যদি ওরা মুশরিক হয়
মাজারে পুজো করিয়া কেন আমি মুশরিক নয়?
বিষয়: সাহিত্য
১১২৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুসলিম হয়ে আমরা করি নানা কাজ কারবার
ধর্ম আছে যার যার তবে উতসব হবে সবার
জ্ঞান নেই বলে তারা চলে অন্যর পথে,
সেজন্য সব মুসলিমকে দোষ দিবোনা একসাথে।
মাথায় কাপড় পড়লেই হয়না হিজাব,
বোঝেনা তারা এই কথাটি জ্ঞানের অভাব।
এটা কোন ধর্ম? নিশ্চয়ই ইসলাম নয়।
আরো লিখুন শিরক বিদআতের মুল উপগে ফেলতে হবে।
মুশরিক তারাও, এ কথা হবেনা খনও মিছে৷
শির্কের অনেক রূপ আছে৷ দেখা যায় কিন্তু বোঝা যায়না৷ ধন্যবাদ৷
টাকা পয়সা যারা দেয় মাযারে
তাদের তো ঈমান না...ই
তাদের তো ঈমান নাই।
পীর মাজার,পুরোহিত দেবতা হয়েছে একাকার
কে মুসলিম,কে মুশরিক বলার সাধ্য কার ?
মন্তব্য করতে লগইন করুন