হুতুম পেঁচার দল
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৬ জুন, ২০১৫, ০৯:৪৮:১৪ রাত
ঝরিয়ে পড়া গোলাপের বাগে
অগণিত ফুলেরা হাসে
সৌরভ ছড়িয়ে পড়ে বিস্তর প্রান্তরে
গ্রাম থেকে শহরে
নগর ছাড়িয়ে দেশ-দেশান্তরে।
-
মুখরিত কল্লোলিত গোলসান
মালিদের অদম্য পদচারনায়,
হুতুম পেঁচার বক্ষে নিদারুণ কষ্টের দাহ
নির্ঘুম রাতে ষড়যন্ত্রের জাল বুনে
কাননের প্রস্ফুটিত গোলাপটি
কেড়ে নেবে পুতে দেবে মৃত্তিকার অতলে।
-
পতিত গোলাপের পাপড়িগুলো
সার হয়, বীজ হয়,গাছ হয়,
জন্ম নেয় অসংখ্য ফুল রঙ্গন।
-
প্রভাতের আর বেশী দেরি নেই
তাহাজ্জুদে মালি‘রা হাসে,কাঁদে
ভোরের সূর্য টা হাসলে পরেই
আলোর বন্যায় ভেসে যাবে
যত হুতুম পেঁচার দল। ।
বিষয়: সাহিত্য
১১১২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন