সাম্য মুক্তির গান
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৪ জুন, ২০১৫, ০১:৪১:৫৬ রাত
আমাতে তোমাতে নেই কোন ভেদ রক্ত সেচিয়া দেখ
একই খুন বহিয়া চলিয়াছে একই আদমের দেহ।
-
একই নাড়িতে জনম লইয়া তুমি বনে যাও রাজা
অর্থের অভাবে দীন-দুঃখী আমি হই তব প্রজা।
-
তুমি খাও বটে সগন্ধি চাল আমি থাকি সদা ভুখা
তোমার পরনে রেশমি কাপড় আমার উদাম গা।
-
ধনী দরিদ্রে ভেদ হইয়াছে জাতি জাতিতে একই
জগত জুড়িয়া সবখানে আজ বন্য হালত দেখি।
-
সাদা অসাদার দ্বন্দ্ব আজো চলিতেছে বিশ্ব জুড়ে
সবকালে সবদেশে মরছে মানুষ ভেদের অনলে পুড়ে।
-
সভ্যতার দাবি করিয়াও তারা খুন করে মানুষ কালো
সাদা কালোর প্রভেদ তিমিরে কেমনে জ্বালাবে আলো ।
-
রাজা প্রজা কে বানিয়েছে বংশ জাতের ভেদ
ভেংগে দাও সব জাত প্রজাতি চুরমার কর প্রভেদ ।
-
মানুষ হইয়াছি এইতো পরিচয় আর সব থাক পিছু
সাম্য মুক্তি শান্তি আসুক দুর হোক উচু নিচু ।
বিষয়: সাহিত্য
১০৯৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রক্ত দেখতে একই রংয়ের হলেও সমস্যা হল রক্তে বহন করা জিনে থাকা স্বভাব । যেটা কখনই যাবার নয় ।
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন