মৃত্যু

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ জুন, ২০১৫, ০১:৩৪:৫৭ রাত

একদিন হঠাৎ

সকাল- দুপুর - সন্ধা

রাত্রির কোনো একমুহুর্তে

Good Luck

আমার সকল কর্মতৎপরতা

স্তব্দ করে

আমার অতি প্রিয়জন-

ভালবাসি আমি যাদের

যারা আমাকে ভালবাসে

Good Luck

মায়া-মোহময় এই পৃথিবীর পৃষ্টদেশ

ভালবাসার স্বপ্নময় আংগিনা থেকে

দুরে বহুদুরে নিয়ে যেতে

তার সাথে হবে মোলাকাত

Good Luck

ভয়ে আমার চোখ দুটু

বিষ্ফারিত হবে

কিংবা, হাসতে হাসতে

আমি চলে যেতে থাকবো

ভালবাসার সকল উৎসের দিকে ।

বিষয়: সাহিত্য

১০৬৬ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

326674
১৯ জুন ২০১৫ রাত ০১:৪২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মৃতু্্যর স্বাদ প্রতিটি জীবকে নিতে হবে.. ধন্যবাদ।
০১ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৯
270449
প্যারিস থেকে আমি লিখেছেন : আল কুরানের বাণী।Good Luck
326689
১৯ জুন ২০১৫ রাত ০৩:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যে সত্যটাকে আমরা সবসময় ভূলে যেতে চাই।
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০০
270450
প্যারিস থেকে আমি লিখেছেন : এটাই যে বাস্তবতা।Good Luck
326703
১৯ জুন ২০১৫ সকাল ০৮:১০
আবু জারীর লিখেছেন : আল্লাহ্‌ আমাদের এই অমঘ সত্যটা স র্ব দা স্মরণে রাখার তাওফিক দাও।
০১ জুলাই ২০১৫ দুপুর ০৩:০০
270451
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন।Good Luck
328201
০১ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
শেখের পোলা লিখেছেন : শ্বাশতঃ সত্য কথা৷ ধন্যবাদ৷
০৬ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৩
271122
প্যারিস থেকে আমি লিখেছেন : Good Luck Good Luck Good Luck
328311
০২ জুলাই ২০১৫ বিকাল ০৫:৩৮
আবু আশফাক লিখেছেন : হে আল্লাহ! এই সত্যের মুখোমুখী হওয়ার হিম্মত দাও।
০৬ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৩
271123
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File