এত প্রশ্ন,তার জবাব কি ?

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৮ মার্চ, ২০১৩, ০৩:৩৩:০১ রাত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্তিতি সকলেরই জানা।যারা দেশে অবস্তান করছেন তারা না হয় অন্তত কাছে থেকে দেখছেন কি হচ্ছে আমাদের প্রিয় মাতৃ ভুমিতে।অনেকে সেই পরিস্তিতির শিকারও হচ্ছেন।

কিন্তু আমরা যারা প্রবাসে অবস্তান করছি তারা আসলে কতটা সত্য জানতে পারছি ?

আজ বাংলাদেশের মিডিয়া গুলো অনেকাংশেই ব্যর্থ হয়েছে সত্য প্রকাশে।এখনো সত্য থেকে অনেক দুরে অবস্তান করছে। এ ব্যর্থতা ইচ্ছে করেই।ইচ্ছে করেই মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখছে মিডিয়া গুলো।তাই বলা যায়, তাদের অবস্তান থেকে তারা ব্যর্থ নয়, তারা সফল এবং শতভাগ সফল।

কিন্তু আপনি যদি বাংলাদেশের সার্বিক কল্যানের কথা চিন্তা করেন তা হলে আপনিও বলবেন মিডিয়াগুলো শতভাগ ব্যর্থ।অবশ্য সবগুলি নয়।অবশ্য এর মাঝে ২/১ টি মিডিয়া তার সৎ এবং সাহসীকতাপূর্ন ভূমিকার কারনে আজ দেশের আপামর জনসাধারনের কাছে একটি মর্যাদাপূর্ন আসন দখল করে নিয়েছে।

সেই ২/১ টি মিডিয়ার মাধ্যমে আমরা দেশের সার্বিক অবস্তা কিছুটা অন্তত জানতে পারছি।বাদবাকী সব ফেইছ বুক এবং টুইটারের মাধ্যমে।বলতে বাধা নেই আজ বাংলাদেশের আপটুডেট খবর জানার অন্যতম মাধ্যম ফেইছ বুক এবং টুইটার।

এই ২/১টি মিডিয়া আর ফেইছ বুক এবং টুইটার থেকে আমরা প্রবাসীরা যতটুকু জানতে পারি তার উপর হিসাব করে বলা যায় আজ আমাদের দেশ চরম এক অনিশ্চয়তার মাঝে।বাংলাদেশের আগামীর দিন গুলো খুব সংকটময় মুহুর্ত অতিক্রম করবে।

বাংলাদেশের এমন পরিস্তিতিতে প্রায়ই কিছু প্রশ্নের সম্মুখীন হই যার উত্তর আমি অদমের পক্ষে দেয়া সম্ভব হয়না।তাই সম্মানীত ব্লগার এবং ভিজিটরদের সাথে প্রশ্নগুলো শেয়ার করতে চাই।

প্রশ্ন::

১) বাংলাদেশে আদৌ কি আগামী সংসদ নির্বাচন হবে ?

২) যদি নির্বাচন হয় তাহলে কার অধিনে হবে ?

৩) আওয়ামীলীগ কি তত্বাবধায়ক সরকার দিবে ?

৪) যদি না দেয় তাহলে বি এন পি সহ অন্যান্য বিরুধীদল

নির্বাচনে আসবে কি ?

৫) আজ আওয়ামীলীগ যা করছে যদি আগামীতে বি এন পি

ক্ষমতায় এসে তার প্রতিশোধ নেয়া শুরু করে তাহলে দেশ

কোথায় গিয়ে দাড়াবে ?

৬) মাওলানা সাঈদীর কি আসলেই ফাঁসী হয়ে যাবে ?

৭) জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের কি হবে ?

৮) সরকার পরিবর্তনের পর যোদ্বাপরাধী বিচারে ঘটিত

ট্রাইব্যুনাল থাকবে কি ?

৯) এই ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী যোদ্বাপরাধীদের বিচার

হবে কি ?

১০) পিলখানা হত্যা কান্ডের সঠিক বিচার হবে কি না ?

১১) দুই ২৮ শের হত্যার বিচার হবে কি ?

১২) পদ্মা সেতু দুর্নীতি, হল মার্ক কেলেংকারী,শেয়ার মার্কেট

লুট,রেলের নিয়োগ বানিজ্য সহ সকল দূর্নীতির বিচার

বাংলাদেশে কোনদিন হবে কি ?

১৩) নাস্তিক ব্লগারদের বিচার হবে কি ?

১৪) আওয়ামীলীগ নির্বাচন না দিলে সেনা বাহিনী কি

ক্ষমতায় আসতেছে ?

১৫) সর্বোপরি আওয়ামীলীগ যদি আবার ক্ষমতায় আসে বা

ক্ষমতা আকড়ে ধরে তাহলে দেশের ভবিষ্যৎ কি ?

বিষয়: বিবিধ

১২৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File