₩₩₩ ছোয়াব ₩₩₩
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৪ জুন, ২০১৫, ০২:২৭:৩৯ দুপুর
মোল্লা ডেকে দাওয়াত খাওয়াও ছোয়াব পাবার আশে
অনাহারে মানুষ মরে তোমার বাড়ির পাশে ।
কেমনে ছোয়াব হয়
ছোয়াব কি আর মোল্লাবেটার পান্জাবীতে রয় ।
জুমাবারে সপ্তাহন্তে দান কর দুইহাতে
ভাবছো বুঝি সকল ছোয়াব পড়লো তোমার পাতে
কেমনে ছোয়াব পড়ে
চাল-চুলোহীন মানুষ যত তোমার পাশের ঘরে।
শিরনি মানো মাজার খানকায় বছর হলে শেষ
কিনছো টিকেট জান্নাতেরী ভাবছ আহা বেশ
কেমনে জান্নাহ পাও
দিন-দুঃখীদের নাক ছিটকিয়ে পাশ কাটিয়ে যাও ।
মাইক লাগিয়ে কাপড় বিলাও বছর শত শত
যাকাত আদায় হইলো এবার ছোয়াব পাবে যত
কেমনে যাকাত দিলে
বস্ত্রহীনদের খবরতো আর একদিনও না নিলে।
ঘুষের টাকায় হজ্বযাত্রা কেওবা গরিব মেরে
জীবনজুড়া পাপের বুঝা মক্কা গিয়ে ঝাড়ে
কেমনে হলো হজ্ব
অন্যের টাকায় করছো তুমি সুখ মস্তি মৌজ ।
ছোয়াব যদি পেতেই হয় জান্নাহ যদি চাও
মানুষপ্রেমে দিলটা গড়ো আল্লাহ তুমি পাও
তবেই তুমি সফল
আল্লাহ রাহে জীবন বিলাও নফসকে পরাও শিকল।
বিষয়: সাহিত্য
১০৮৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিরনি মানো মাজার খানকায় বছর হলে শেষ
কিনছো টিকেট জান্নাতেরী ভাবছ আহা বেশ। ♩♩♩♩ বর্তমানে বাংলাদেশবাংলাদেশে মাজারে মানত করার প্রতিযোগিতায় নেমেছে!
অথচ ইসলামে কবর ফাক্কা করাও হারাম, হারামের পথে যেতে এখন মানুষের মনে বেশ আরাম লাগে....! এই বিষয়টির জন্য গনসচেতনতা খুবই জরুরী।। পোস্টির জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন