তুমি হারাবে
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ মে, ২০১৫, ০৪:৪১:৩৮ বিকাল
জীবনের পড়ন্ত বিকালে
ক্লান্ত পরিশ্রান্ত তুমি
যৌবনের সেই প্রখর রোদ্রের তাপদাহ
এখন আর নেই
আলো জ্বলমল সোনালী প্রভাত
সেই কবে হয়েছে অতিক্রান্ত
খানিক পরেই যে সন্ধা নামবে
রাত্রির নিকশ কালো অন্ধকার
তোমার জীবনের সকল আলো
ম্লান করে দিয়ে
তোমাকে নিয়ে যাবে
অনন্ত জীবনের প্রান্তসীমায়
তুমি হারাবে নিয়তির অতল গহবরে
ঠিক তেমনি
বছরের শেষ দিনের সুর্যটি
হারিয়ে যায় যেমনি ।
(০১/০১/২০১৫)
বিষয়: সাহিত্য
৯৪১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হয়ত মানুষটি হারিয়ে যাবে তবে তার কর্ম তাকে বেঁচে রাখবে অনেকদিন। every people have destructive body but not soul.
তাই হয়তোবা সে বেঁচে থাকবে মরে যাওয়ার পরেও। হয়ত শ্রদ্ধার সঙ্গে নয়ত ঘৃণার।
চরণগুলো চরম লেগেছে এই গরমেও।
মন্তব্য করতে লগইন করুন