"প্যারিস থেকে আমি" হাজির
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ মে, ২০১৫, ০৭:০২:২৩ সকাল
আপনারা কি আমাকে মনে রেখেছেন ? নিশ্চয় ভুলে গেছেন ? অনেকের মধ্যে কেও কেও হয়তো দু'চারদিন মনে রেখেছিলেন, কেও বা তার চেয়ে একটু বেশি । কেও হয়তো ব্লগের পাতায় আমাকে খুজেছেন। একদিন, দুইদিন, তিনদিন ।তারপর ভুলে গেছেন কিংবা মনে ছিল না ।হয়তো কেও মনে মনে দু'চারদিন অপেক্ষা করেছেন।কেও হয়তো অন্যকে বলতেও পারেন 'প্যারিস থেকে আমি'কে দেখছিনা ক'দিন থেকে । তারপর......। তারপর হয়তো আমি হারিয়ে গিয়েছি বিস্মৃতির অতল গহবরে ।
আমাকে কেনই বা মনে রাখবেন । যার সাথে দেখা নাই, কথা নাই, চিনিনা-জানিনা,শুধুমাত্র ব্লগে কিছুদিন লেখা আদান প্রদানের কারনে তাকে মনে রাখতে হবে এ ধরনের কোন বাধ্যবাধকতা তো নেই । 'চোখের আড়াল হলে মনের আড়াল হয়' আমাকে তো কোনদিন চোখের দেখাই হয়নি। তবে ব্লগের পাতায় আপনাদের সাথে পদচারনা ছিল । যদিও এই ক'দিন সেই পদচারনা না থাকার কারনে আমি মনের আড়াল হয়ে গিয়েছি ।
এটা স্বাভাবিক । আমরা আমাদের অতি প্রিয়জনদেরকেই ভুলে যাই । আমাদের জন্মদাতা , যারা আদর যত্ন-সোহাগে আমাদেরকে লালন পালন করেন, বড় করেন, মানুষ করেন সেই বাবা মা'কেই আমরা তাদের মৃত্যুর পর ভুলে যাই । আমরা আমাদের বাবা মা মারা যাওয়ার পর কয়দিনই বা তাদের সরণ রাখি । মাত্র ক'দিন তাদের জন্য দোয়া,জিকির আজকার ,কোরান খতম ,চল্লিশা । তারপর বড়জোর প্রতি বছর মৃত্যুদিবসে মিলাদের আয়োজন করে আমরা আমাদের দায় সারি । আর তারচেয়ে একটু যদি ভালো সন্তান হিসাবে গড়ে যেতে পারেন তাহলে প্রতি নামাজান্তে "রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি ছগিরা" পড়ি , আর মাঝে মধ্যে তাদের রুহের মাগফিরাত কামনায় দান-খয়রাত করি ।সত্যিকার অর্থে তারচেয়ে বেশি কিছু করার নেই আমাদের ।তাই আমরা তাদেরকে ভুলে থাকি, আমাদেরকে ভুলে থাকতে হয় । এই পৃথিবীর কর্মতৎপরতা, বাস্তবতা আমাদেরকে ভুলে থাকতে বাধ্য করে ।
এই যখন অবস্তা , তখন আমার মত নগণ্যকে কেও যদি মনে রাখে এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় ।তবে আমি মনে রেখেছি আপনাদের অনেককেই ।মনে রেখেছি আমার প্রিয় ব্লগ "বিডি" কে । যার পাতায় আকিবুকি করে আমি লিখা শিখছি, অনেক অনেক ভালো মানুষ ও গুনি লেখকদের সাথে পদচারনা করছি । আমি মনে রেখেছি আপনাদের সকলকেই । নতুনরা হয়তো ভাবছেন, এ আবার কোন ফসিল ।
নতুন পুরাতন সবাইকে এই আদমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা । আল্লাহর রহমতে আমি আবার হাজির হয়েছি ।সকলের দোয়া ও ভালবাসা হোক আমার লেখনির প্রাণশক্তি সে কামনায়...।
বিষয়: বিবিধ
১৪৬৬ বার পঠিত, ৩৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে সম্মুখে আসার সাথে সাথে আবারও মনে পড়ে গেছে।
ভাই ফিরে আসার জন্য ধন্যবাদ।
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনাকে আপনাদেরকে ভুলি নাই। এখন বলেন- এতদিন পর কোথা থেকে আসলেন? আপনারা কেমন আছেন?
ফিরে আসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
অবশেষে আবার এলেন? লেগে যান পুরোদমে৷
নতুন মেহমানের খবর পেয়ে অনেক ভালো লাগলো।
মন্তব্য করতে লগইন করুন