শিরোনামহীন
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৫ অক্টোবর, ২০১৪, ০৭:১০:২৮ সন্ধ্যা
হাসির আড়ালে লুকিয়ে থাকে কতশত সব যন্ত্রনা
কে শুনিবে কে বুঝিবে কে দেবে তার শান্তনা ।
কতজনার সাথে দেখা হয় রোজ
মাঠ-ঘাট,পথ-প্রান্তরে
হাসির ঝিলিকে বুঝা নাহি যায়
কত ব্যাথা জমা অন্তরে ।
এমনি করে জীবন চলে যায় কেওতো খবর রাখেনা ।
কে শুনিবে কে বুঝিবে কে দেবে তার শান্তনা ।
বিষয়: সাহিত্য
১৩৭০ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে সাগর দেখে তৃপ্ত দুচোখ-
মুগ্ধ তোমার মন
ভাবোনি তো তার ঢেউএর আড়ালে
ঢাকা কত ক্রন্দন
জীবনের বুকে ভেঙ্গে পড়ে পড়ে
ব্যথার প্রবালে দ্বীপ গড়ে গড়ে
নিজের হৃদয় ঢেউএর আঘাতে
নিজে করে মন্থন
বোঝনি তো তার ঢেউএর আড়ালে
ঢাকা কত ক্রন্দন
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
কে শুনিবে কে বুঝিবে কে দেবে তার শান্তনা ।
মন ছুঁয়ে গেল
যে এটা করতে পারে আমার মনে হয় সেই প্রকৃত মানুষ ।
কবিতা অনেক ভাল লেগেছে ভাইয়া ।
স্বার্থের এই পৃথিবীতে
কে রাখে কার খোঁজ ?
চমৎকার লিখেছেন........।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো!
মন্তব্য করতে লগইন করুন