প্যারিস প্রবাসী সিরাজ বাংলাদেশে নিহত ।। কমিউনিটিতে শোকের ছায়া

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৫৮:৩৬ সন্ধ্যা



প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে । আল-কুরআন

পবিত্র কুরআনের এই অমোঘ বাণীটি আস্তিক কিংবা নাস্তিক সকলেই একবাক্যে মানেন,বিশ্বাস করেন । যদিও নিজের মৃত্যুর কথা সকলেই ভুলে থাকি । কার কখন,কোথায়,কিভাবে মৃত্যু হবে আমরা কেউই জানিনা । মৃত্যু অবধারিত,মৃত্যু শ্বাশত । প্রত্যেককেই মরতে হবে । অনেক সময় কারো মৃত্যুকে মেনে নিতে খুবই কষ্ট হয় । একটা বয়স আছে,জীবনের শেষ মুহুর্তে এসে যদি কেও মারা যায় তবে সেই মৃত্যুকে মেনে নেয়াটা সহজ হয় । কিন্তু একজন যুবক,সুঠাম দেহের অধিকারী, ৩০ এর গন্ডি যে এখনো মাড়ায়নি তার যদি মৃত্যু হয় এবং মৃত্যুটা যদি হয় অস্বাভাবিক তাহলে সেই মৃত্যুকে কিভাবে মেনে নিবেন ?সত্যিকার অর্থেই সেই মৃত্যুকে মেনে নেয়া যায়না । আমাদের বুক কেঁপে উঠে ,আমাদের দু'চোখের কোন ভিজে যায়, আমাদের মনে অজানা ভয় জাগে । আমরা বাকরুদ্ধ হই,বুকের ভেতর থেকে বড় বড় নিস্বাস ফেলতে থাকি ।

ঠিক সেভাবে আমরা একজন যুবকের অস্বাভাবিক মৃত্যুকে মেনে নিতে পারছি না । হা সম্মানিত পাঠক,আমি ফ্রান্স প্রবাসী সিরাজের কথাই বলছি । সদা হাস্যোজ্জল,প্রাণচঞ্চল একজন সাহসী যুবকের নাম সিরাজ । দীর্ঘদিন ইউরোপের স্পেনে বসবাস করে পাড়ি জমিয়েছিলেন ফ্রান্সে । এখানে এসে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন ,বাসা ভাড়া নিয়েছেন ,স্ত্রী ও দুই ছেলে সন্তান যার একজনের বয়স ৩ বছর আর অপরজনের বয়স মাত্র ৫ মাস তাদের নিয়ে বসবাস করছিলেন । তার গ্রামের বাড়ি সিলেটের ফেঞ্চুগন্জ উপজেলার ইলাশপুর গ্রামে ।

কিছুদিন হয় দেশে গিয়েছেন । গত ২৩ সেপ্টেম্বর রাত ১০ ঘটিকায় তিনি ওসমানীনগরের ইছামতি গ্রামে মাহমুদ আলীর বাড়ীতে মাহমুদ আলী ও তার ছেলেদের দ্ধারা আক্রান্ত হয়ে মারা যান । কি কারনে তাকে মারা হয় তার নির্ভরযোগ্য কোন সুত্র পাওয়া না গেলেও টাকাপয়সার লেনদেন বা মেয়ে সংক্রান্ত বিষয়টি তার মৃত্যুর কারন বলে জানা যায় । সিরাজের বন্ধুবান্ধবের ফেসবুক স্ট্যাটাস ও বিভিন্ন পত্রপত্রিকার নিউজ থেকে এই দুটি কারনের যেকোন একটি হতে পারে বলে সচেতন মহলের ধারনা । কেউ বলছেন পাওনা টাকা চাইতে গিয়ে সিরাজের এই মৃত্যু হয় । আবার কেও বলছেন মাহমুদ আলীর মেয়ে নিলুফার সাথে সিরাজের প্রেমের সম্পর্ক ছিলো এবং সিরাজ নিলুফারকে বিয়ে করতে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে । উল্লেখিত তারিখে এই দুটি কারনের যেকোন একটিতেই হোক সিরাজ তার অপর ৩ বন্ধু সহ মাহমুদ আলীর বাড়ীতে যায় । সেখানে মাহমুদ আলী ও তার ছেলেরা সিরাজের অপর বন্ধুদেরকে ঘরের বাহিরে রেখে সিরাজকে বেডরুমে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে আহত করে । সিরাজকে বাঁচাতে গেলে অপর বন্ধুদেরকেও মারা হয় এবং এক পর্যায়ে পুলিশ ডেকে অপহরনকারী ডাকাত সাজিয়ে সিরাজ ও তার বন্ধুদেরকে পুলিশের হাতে তুলে দেয়া হয় । অচেতন অবস্তায় পুলিশ সিরাজকে গ্রেফতার করে এবং ফায়ার সার্ভিসের গাড়ি ডেকে সিরাজকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে । হাসপাতালে সিরাজ রাত ১২ টার দিকে মারা যায় ।

সিরাজের মৃত্যুর খবরটি ফ্রান্সের প্যারিসে জানাজানি হলে পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । অনেকেই সিরাজের এই মৃত্যুকে মেনে নিতে পারছেন না । একজন যুবককে এইভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার জন্য মাহমুদ আলী ও তার ছেলেদেরকে গ্রেফতার করে উপযুক্ত বিচারের আওতায় নিতে পুলিশের প্রতি দাবি জানাচ্ছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা ।

বিষয়: বিবিধ

১৯১৫ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269628
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৭
দুষ্টু পোলা লিখেছেন : Worried Worried Worried
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৫
215234
প্যারিস থেকে আমি লিখেছেন : Crying Crying Crying
269629
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঈন... আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন!

০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
215236
প্যারিস থেকে আমি লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম ।ওয়া.........ওয়া মাগফিরাতুহ।

আমীন।
০৪ অক্টোবর ২০১৪ রাত ১২:৪৫
215400
আবু সাইফ লিখেছেন :

সালামের "বারাকাতুহ"এর পরে আর কোন শব্দ বৃদ্ধি করতে নিষেধ করা হয়েছে



"সিরাজ"এর পরিবারেও আসুক ঈদের আমেজ, মুছে যাক শোক-ব্যথা


অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২২
215758
প্যারিস থেকে আমি লিখেছেন : কে নিষেধ করেন জনাব । আমিতো জানি কেও যখন সালাম দেয় তখন উত্তরে একটু বাড়িয়ে বলতে।
০৫ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৭
215825
আবু সাইফ লিখেছেন : যিনি আল্লাহতায়ালার পক্ষ থেকে নিযুক্ত শিক্ষক, শরীয়াহর বিধিনিষেধের ব্যাখ্যার যাঁর কর্তব্য ছিল - সেই মুহাম্মাদ রসুলুল্লাহﷺ নিষেধ করেছেন

সালামের পরে অসংখ্য শুভেচ্ছাবানী বলতে/লিখতে পারেন, কিন্তু সালাম বা তার জবাবের সাথে যুক্ত করা নিষিদ্ধ!


আমার কর্তব্য ছিল জানিয়ে দেয়া- বাকিটা আপনার!!


ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying

269640
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:২১
ফেরারী মন লিখেছেন : দুঃখজনক। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। Sad
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৬
215237
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ তাকে মাফ করে দাও ।
269656
২৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দুঃথ জনক ঘটনা। তবে সুষ্ঠ তদন্ত ও বিচারের আশা করতে পারছিনা।
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
215239
প্যারিস থেকে আমি লিখেছেন : বাংলাদেশে বিচার কি আছে ?
269920
২৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ অইন্না ইলাইহে রাজেউন৷ দশটাকে মারলেও আসল বদলা আর হবেনা৷ দুঃখীত৷
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
215240
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ তাকে ক্ষমা করুন ।
269992
২৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৬
সাদিয়া মুকিম লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন! আল্লাহ উনাক মাফ করুন, উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দিন!

শুকরিয়া আপনাকে আমাদের স্মরন করিয়ে দেয়ার জন্য!
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৭
215241
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন ।
271030
০৩ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪১
প্রবাসী মজুমদার লিখেছেন : এটি এখন এক মৃত্যুপুরী। মানুষের কোন মুল্যায়ন নেই। প্রবাসীরা দেশে গেলে বড়ই অসহায় হয়ে পড়ে। ছি।
০৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:১৮
215242
প্যারিস থেকে আমি লিখেছেন : তাই বড় অসহায় মনে হয় দেশের মানুষকে ।
271356
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঈন... আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন!
০৫ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৩
215759
প্যারিস থেকে আমি লিখেছেন : আমীন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File