মুনাফিক (ফিলিস্তিনের হত্যাযজ্ঞে মুসলমান শাসকদের ভুমিকায় আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া স্বরুপ কবিতা)

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৮ আগস্ট, ২০১৪, ০৭:১৭:৫৪ সকাল

আমি মুসলিম পরিচয় দিতে ভয় হয়

বড় ভয় জাগে মনে

ওরা যে আমাকে মারতে আসবে,মারবে,পদদলিত করবে ।

ওদের হাতের অস্ত্রটা কিন্তু আমার ভাইয়ের দেয়া

ঐ যে দাড়িয়ে আছে,দেখছে,মিটমিট করে হাসছে

অপেক্ষায় আছে আমি মরছি না কেন ।

-

ওরা আমাকে খেতে দেবেনা

উপোস রাখবে,তিলে তিলে ক্ষুদা-পিপাসায়

ছটপট করবে আমার অন্তরাত্বা,আমি নেতিয়ে যাব

বেয়োনেট দিয়ে খুঁচিয়ে দেখবে আমি বেঁচে আছি কি না ।

ওদের মুখের খাবারটুকু আমার ভাইয়ের দেয়া

যা থেকে তাদের শরীরে রক্ত হয়েছে,মাংস হয়েছে

ওদের হাতগুলো হয়েছে শক্ত ।

-

ওরা আমার চিকিৎসা দেবেনা

রক্তাক্ত-অবস কিংবা বেহুশ হয়ে আমি

জীর্ণসীর্ণ বদনে হাসপাতালের বারান্দায় পড়ে থাকবো

ওরা আমাকে পা দিয়ে মাড়িয়ে যাবে

ওদের বুটের আঘাতে আমার শরীর আরো থেতিয়ে যাবে

ওদের পায়ের বুট টা কিন্তু আমার ভাইয়ের দেয়া ।

-

ওরা আমাকে কথা বলতে দেবেনা

আমার জ্বিহবা টেনে ধরবে,ছিড়তেও পারে

কথা বলার সকল শক্তি ওরা নিঃশ্বেস করে দেবে

ওদের পক্ষেই যে সারা দুনিয়ার সকল শক্তি কথা বলবে

হার্ড মিডিয়া কিংবা সফট মিডিয়া সব

ওদের সকল শক্তির পেছনে অর্থটা যে আমার ভাইয়ের ।

-

ওরা আকাশ পথে আসে

আমার ভাইয়ের দেয়া জ্বালানী নিয়ে

ওরা স্হল পথে আসে

তাও আমার ভাইয়ে দেয়া জ্বালানী ।

ওরা নদী কিংবা সাগর পাড়ি দিয়ে আসে

আমার ভাইয়ের দেয়া জ্বালানী খরচ করে ।

ওদের শক্তি-সাহস-আহার

সবকিছুই যে আমার ভাইয়ের দেয়া ।

-

ছি:ছি: শত ধীক নিজেকে

আমি কাকে আমার ভাই বলছি !

ওরা আমার ভাই নয়

ওরা ক্ষমতার মোহে অন্ধ-বধির-মুক,ওরা কালপিট

ওরা মানবতার শত্রু,ওরা মুসলিম নয়,মুনাফিক ।

বিষয়: বিবিধ

১১৮৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255405
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৫
আওণ রাহ'বার লিখেছেন : মুসলমানদের বিজয় আল্লাহ রেখেছেন ইমানের সাথে।
ভোগবিলাসিতার সাথে নয়।
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৪
199118
কাহাফ লিখেছেন : কিন্তু আজ মুসলিমরা ভোগ-বিলাসিতায় মত্ত......।
255415
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:৪৩
কাহাফ লিখেছেন : মুনাফিকদের কারণেই মুসলিমদের এ অবস্হা, আল্লাহ হেফাযত করুন...........।
255419
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rose Rose Good Luck Good Luck Rose Rose
ছি:ছি: শত ধীক নিজেকে
আমি কাকে আমার ভাই বলছি !
ওরা আমার ভাই নয়
ওরা ক্ষমতার মোহে অন্ধ-বধির-মুক,ওরা কালপিট
ওরা মানবতার শত্রু,ওরা মুসলিম নয়,মুনাফিক ।
255421
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:১১
বুড়া মিয়া লিখেছেন : পারিপার্শ্বিক চিত্রের সাথে আমাদের ভাই-নামক লোকদের চরিত্রটাও বোঝা গেলো। সুন্দর হয়েছে কবিতা।
255426
১৮ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৭
নূর আল আমিন লিখেছেন :
ওরা আকাশ পথে আসে
আমার ভাইয়ের
দেয়া জ্বালানী নিয়ে
ওরা স্হল পথে আসে
তাও আমার
ভাইয়ে দেয়া জ্বালানী ।
ওরা নদী কিংবা সাগর
পাড়ি দিয়ে আসে
আমার ভাইয়ের
দেয়া জ্বালানী খরচ
করে ।
ওদের শক্তি-সাহস-
আহার
সবকিছুই যে আমার
ভাইয়ের দেয়া ।
-@এক কথায় অসাধারণ
255475
১৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৬
হতভাগা লিখেছেন : সমস্যা ঐ সব দেশের রাজরাজরাদের নিয়ে নয় । সমস্যা সে দেশের জনগনের মধ্যেই । তারা নিশ্চয়ই এদের শাসনামলে আরাম আয়েশেই আছে বলে এসব শাসকরা ভালই চালিয়ে যাচ্ছে ।
255563
১৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরা ক্ষমতার মোহে অন্ধ-বধির-মুক,ওরা কালপিট

ওরা মানবতার শত্রু,ওরা মুসলিম নয়,মুনাফিক ।



যথার্থই বলেছেন
255571
১৮ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
255585
১৮ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:০৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যে ক্ষমতার জন্য মুনাফিকরা এমন করতেছে সেই ক্ষমতা হবে তাদের জাহান্নামের মূল সুত্র।
১০
255769
১৯ আগস্ট ২০১৪ রাত ০৪:০১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File