আল্লাহ মহান
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৬ আগস্ট, ২০১৪, ০৪:৩৬:৩২ বিকাল
কার ইশারায় রাতের আকাশে ঐ চাঁদ হাসে
কার ইশারায় আকাশের গায় তারারা ভাসে।
-
কার ইশারায় সুর্য্যি মামা ঐ ছড়ায় আলো
কার ইশারায় ভোরের হাওয়া এত লাগে ভালো।
-
কার ইশারায় বনের পাখিরা গায় সমুধুর সুরে
কার ইশারায় নদীরা ছুটে চলে ঐ সুদুরে ।
-
কার ইশারায় বৃষ্টি নামে ঐ মাটির ধরায়
কার ইশারায় মেঘমালা আকাশে ভেসে বেড়ায়।
-
কার ইশারায় পুকুর জলে হাঁসেরা খেলে
কার ইশারায় ময়ুরীটা ঐ পেখম মেলে।
-
কার ইশারায় ফুলেরা হাসে আর গন্ধ বিলায়
কার ইশারায় রংধনু হেসে উঠে ঐ নীলিমায়।
-
কার ইশারায় বীজগুলি মাঠে ঐ অংকুরিত হয়
কার ইশারায় ফসল ফলে গাছে গাছে হয় রসময়।
-
কার ইশারায় মানুষের মনে এত প্রেম ভালবাসা
কার ইশারায় এধরায় মানুষের যাওয়া আর আসা ।
বিষয়: বিবিধ
১৬৬৫ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার লিখেছেন........।
"কার ইশারায় মানুষের মনে এত প্রেম ভালবাসা
কার ইশারায় এধরায় মানুষের যাওয়া আর আসা"।
আমি মুগ্ধ এবং আনন্দিত। ধন্যবাদ হে কবি।
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
কার দয়ারই দান?
তিনি হলেন সবার প্রভু
আল্লাহ মেহেরবান
অন্নেক শুকরিয়া।
একট পিলাচ + আপনাকে।
কার ইশারায় আকাশের গায় তারারা ভাসে।//
আল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া কারো ইশারায় নয় কখনোই নয়।
মন্তব্য করতে লগইন করুন