বুকের মাঝের কষ্টগুলো

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ জুলাই, ২০১৪, ০৫:৩০:৩১ সকাল

কষ্ট,খুবই কষ্ট জমা হয়ে আছে

বুকের মাঝে

কুরআনের বাহক যে জাতি

সে জাতী আজ বড়ই নিগৃহীত,নিষ্পেষিত

তাবত দুনিয়ার সবচেয়ে নির্যাতিতের জাতি।

-

যে কুরআন গলার তাবিজ বানিয়ে

হৃদয়ে গেথে রাখা হয়

সে কুরআনের নির্দেশ হচ্ছে

'তোমরা পরষ্পর বিচ্ছিন্ন হয়োনা'

কে বুঝিবে তার মর্মবাণী

কে ডাকিবে সেই শীশাঢালা প্রাচীর গড়ার আয়োজনে।

-

প্রতিক্ষনে হাজারবার পঠিত হয় যে আয়াতগুলো

তার মর্মবাণী থেকে দুরে বহুদুরে

আরব-অনারবের বেড়াজালে

মুসলিম বলে যারা বুকে জড়িয়ে নেবে

মিসকিন বলে তারা নাক ছিটকায়

শিয়া আর সুন্নী কিংবা ভৌগলিক সীমারেখায়

প্রতিনিয়ত বিচ্ছিন্ন হচ্ছি যোজন যোজন।

-

নেই শীশাঢালা প্রাচীর

নেই রাসুলের ভ্রাতৃত্ব

মুসলিম পরিচয়ে কেও বুকে ঠেনে নেয়না

নিজের কর্তৃত্ব,ক্ষমতার মোহে

সে জাতির রক্ষকরা আজ ভিক্ষুক পাশ্চাত্যের কাছে

তাই,শুধু তাই

সেই জাতি আজ দু্রভাগ্যের অতল গহবরে নিমজ্জিত।

-

তাই, শুধু তাই

বার্মায় রোহিংগা মুসলিম নিধন দেখে

আমার অন্তর কেঁপে উঠেনা

কাশ্মীরের মুসলমানের খরব আমি রাখিনা

আফ্রিকার হত্যাযজ্ঞে আমার হৃদয়ে নাড়া দেয়না

বসনিয়া চেচনিয়ার মুসলমানরা আজ ইতিহাস

গোয়ান্তামো বে'র কারাগারে উলংগ মুসলিম নির্যাতিতের দেখে

নির্যাতন করে আমার বোন আফিয়াকে হত্যা করা হলে

আমার দু'চোখের কোন ভিজে যায়না

আফগানের মুসলিম হত্যায় আমি নিজেও সহযোগী

মিশর,সিরিয়া বাংলাদেশ কিংবা ইরাকের হত্যাযজ্ঞ

ক্ষমতার মোহে অন্ধ কতিপয় নরপিশাচের কাছে।

-

তাই, শুধু তাই

ফিলিস্তিনের মুসলমানদের হত্যায়

আমার কন্ঠ প্রতিবাদি হয়না।

বিষয়: সাহিত্য

১২৫৯ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245926
১৯ জুলাই ২০১৪ সকাল ০৭:৫১
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:০২
191198
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
245931
১৯ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:০৩
191199
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ।
245938
১৯ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৪
ভিশু লিখেছেন : কষ্ট, খুবি দুঃখের! মুসলিম-বিশ্বটি আজ অধিকাংশই মুনাফিক শাসকদের কবলে পড়ে থাকায় অবস্থা এরকম!
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২২
191200
প্যারিস থেকে আমি লিখেছেন : আচ্ছা জনাব,শুধুমাত্র হেরেমের খাদিম হয়ে কি জান্নাতে যাওয়া যাবে।
245961
১৯ জুলাই ২০১৪ সকাল ১১:০২
Anwarulhaque67 লিখেছেন : ওরা আজ ক্ষমতার মোহে অন্ধ বধির বোবা হয়ে গিয়েছে। তাই নির্যাতিত মাজলুম মানুষের আর্তনাদ ওদের কানে পৌঁছবে না।
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২২
191201
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
245992
১৯ জুলাই ২০১৪ দুপুর ০২:৩১
সজল আহমেদ লিখেছেন : আফিয়ার প্রতি যে নির্যাতন হয়েছে সেটা মুসলিম জাহানের জন্য লজ্জাকর।
মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর প্রধানদের উচিত্‍ গলায় ফাঁস লাগিয়ে মরে যাওয়া ছিঃ ছিঃ ছিঃ আফিয়ার শেষ চিঠিটা পড়ে যতটা মনখারাপ আমার লেগেছে ততটা মন খারাপ আমার কখনো লেগেছে বলে মনে হয়না।
আহা!কত কষ্টই না পেয়েছে বোনটা আমার!
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৩
191202
প্যারিস থেকে আমি লিখেছেন : এভাবে সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত হচ্ছে কিন্তু কেও যেন নেই তা থেকে উদ্ধার করার।
246046
১৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
কষ্ট নিয়ে বসে থাকলে তো সমস্যার সমাধান হবেনা।
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৩
191203
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।
246078
১৯ জুলাই ২০১৪ রাত ০৮:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কষ্টের কথা কবিতায় আর কষ্ট জাগালো মনে
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৪
191204
প্যারিস থেকে আমি লিখেছেন : হাজারো কষ্ট যে বুকে জমা হয়ে আছে।
246143
২০ জুলাই ২০১৪ রাত ১২:৩২
সন্ধাতারা লিখেছেন : It is shameful for Muslim rulers who are responsible existed tyrannical activities in Muslim ummah. Jajakalla khair for your protest against them.
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
191205
প্যারিস থেকে আমি লিখেছেন : শুকরিয়া।
246151
২০ জুলাই ২০১৪ রাত ১২:৪৮
ব্লগার সাজিদ আল সাহাফ লিখেছেন : কষ্টের সাগরে হাবুডুবু খাই দিনরাত....
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
191206
প্যারিস থেকে আমি লিখেছেন : অথচ আমরাই ছিলাম দুনিয়ার সেরা জাতি।
১০
246246
২০ জুলাই ২০১৪ দুপুর ০১:৪০
বুড়া মিয়া লিখেছেন : হুম
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৫
191207
প্যারিস থেকে আমি লিখেছেন : হা জনাব।
১১
246287
২০ জুলাই ২০১৪ বিকাল ০৪:২৮
আতিক খান লিখেছেন : মুসলিমদের ঈমান আর একতা কমে যাওয়াই দায়ী Day Dreaming Day Dreaming
২০ জুলাই ২০১৪ বিকাল ০৫:২৬
191208
প্যারিস থেকে আমি লিখেছেন : তার থেকে মুক্তির কি কোন উপায় নেই।
১২
246396
২০ জুলাই ২০১৪ রাত ০৮:৫১
শেখের পোলা লিখেছেন : এজন্যই হয়ত কাজী নজরুল লিখেছেন;-"দুনিয়ায় মুসলীম পোষা যত জানোয়ার/ যে বলে সে মুসলীম জিভ ধরে টানো তার৷"
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৬
191450
প্যারিস থেকে আমি লিখেছেন : কবি নজরুলের কিছু কবিতা সত্যি খুবই ভাবায়।
১৩
246595
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:২৩
দিশারি লিখেছেন : আপসোস, মুসলিমরা রয়েছে এখনো ঘুমিয়ে...
২১ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৭
191451
প্যারিস থেকে আমি লিখেছেন :
আর কতকাল যাবে তোর ঘুমের ঘুরে
ওরে মুসলিম।
১৪
246939
২২ জুলাই ২০১৪ রাত ১২:০৭
বৃত্তের বাইরে লিখেছেন : মুসলমানরা ইসলাম থেকে আজ যোজন যোজন দূরে তাই এই অবস্থা! একতা ছাড়া আর কোন পথ নেই।
২২ জুলাই ২০১৪ রাত ০৪:৪২
191781
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।Good Luck Good Luck Good Luck
১৫
247113
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:১৫
আবু জারীর লিখেছেন : কুর'আন থেকে দূরে থাকার কারনেই আজ জাতির এই অধপতন।
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
191977
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File