মরছে মানুষ মরছে (ফিলিস্তিনের বর্তমান প্রেক্ষাপটে)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১১ জুলাই, ২০১৪, ১০:৫৯:৫১ সকাল
ফিলিস্তিন আজ মৃত্যুপুরি
মরছে মানুষ মরছে
শিশু কিশোর নারী পুরুষ
রক্ত সবার ঝরছে
মরছে মানুষ মরছে ।
-
হায়নারা সব বুলেট বোমা
নির্বিচারে ছুড়ছে
দালান কোটা বসত বাড়ি
সবকিছু আজ পুড়ছে
মরছে মানুষ মরছে ।
-
ইট পাথর আর বালু দিয়ে
ফিলিস্তিনিরা লড়ছে
বুলেট বোমার সামনে তারা
এই প্রতিরোধ গড়ছে
মরছে মানুষ মরছে ।
-
দিনে দিনে লাশের মিছিল
অবিরত বাড়ছে
মায়ের কুলে অবুঝ শিশু
মৃত্যুমুখে পড়ছে
মরছে মানুষ মরছে ।
-
বাবার হাতে সন্তানের লাশ
মায়ের বুকটা কাপছে
বাবার লাশের কফিন ধরে
মিছে খোকা টানছে
মরছে মানুষ মরছে ।
-
এমন দিনেও বিশ্বমোড়ল
সবকিছু আজ দেখছে
মুসলমানরা মরছে দেখে
না দেখার ভান ধরছে
মরছে মানুষ মরছে ।
-
ধীক শত ধীক ঐ শালাদের
আমীর উমরা সাঝছে
আরব বিশ্বের ঐ শালারা
মদ নারীতে মজছে
মরছে মানুষ মরছে ।
(হৃদয়ে অবিরত রক্তক্ষরন,কিছুই করতে পারছিনা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া । তাই কবিতায় আমার মনের কষ্টগুলো ঝেড়ে গেলাম। শত ধিক আরব বিশ্বের ঐ আমীর উমরাদের যারা হেরেমের মজা লুটতে ব্যস্ত। সেহরি ও ফজরের নামাজের পর চোখে ঘুম আসছেনা,বারবার যেন ফিলিস্তিনের মানুষের আহত নিহত হওয়ার ছবিগুলো চোখে ভেসে আসছে)
বিষয়: আন্তর্জাতিক
১২০২ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শহীদ হয়ে মরছে,
আমির উমরা তখতে বসে
আগুনের পথ ধরছে৷
আল্লাহ যেন মুসলীমদের হেফাযত করেন ।
মন্তব্য করতে লগইন করুন