বেহুদা কবিতা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৯ জুলাই, ২০১৪, ০১:৩৪:৫৪ রাত
ঈদটা তুমি আর কতদুর
জলদি এসো ভাই
তোমার পরে আন্দোলনটা
দেখতে সবে চাই।
এবার বুঝি জমবে ভালো
আন্দোলনের খেলা!
এক নিমিশে ভেসে যাবে
বাকশালীদের মেলা।
নেতা কর্মী সমর্থকরা সব
কইরে তোরা কই
ঈদের পরের আন্দোলনের
প্রস্তুতিটা লই ।
নেত্রী আবার ডাক দিয়েছেন
জানিনা কি হয়
ঈদের পরের আন্দোলন কি
টিভি পত্রিকায় রয়!!!
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আন দোলোন, আন দোলন খেলা
কোন কিছুতেই দোল খাবেনা শুধু কথার মেলা।
হা হা হা
সেই সম্ভবনা কিন্তু মোটেও নেই, অনেক রতি মহারতি সাধু সন্ন্যাসীরা কিন্তু ইতিমধ্যেই টোপ গিলে ফেলেছে।
জান বাঁচানো ফরয বলে একটা কথা আছে,সুতারাং অতি আশা নিস্ফল হবার সম্ভাবনাই বেশী।
যাইহোক, কবির কবিতা খুবই চমৎকার হয়েছে। ধন্যবাদ, হে কবি।
মন্তব্য করতে লগইন করুন