একজন মায়ের মৃত্যুতে সকলের নিকট দোয়ার দরখাস্ত
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৭ জুলাই, ২০১৪, ০৫:৪৮:৩৭ সকাল
সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা,
আমাদের মা আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদের কদর আমরা যথাযতভাবে করতে পারিনা যতক্ষণ পর্যন্ত এই মহামুল্যবান সম্পদ আমাদের হাতের কাছে থাকে। দুনিয়ার তাবত ভালবাসা একদিকে আর মায়ের ভালবাসা একদিকে করা হলে মায়ের ভালবাসাই জয়ী হবে । মায়ের তুলনা আর কোন কিছুর সাথে করা যায়না। মা'তো মা'ই । সন্তানের জন্য মায়ের দোয়া সফলতার অন্যতম পাথেয়।
সেই মা যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় তখন আমরা একসাথে দুটো জিনিস হারাই তাহলো প্রথমত মায়ের ভালবাসা আর দ্বিতীয়ত মায়ের দোয়া। সেইভাবে আমাদের একজন সহকর্মী ব্লগার বদরুজ্জামান তিনি তার মাকে হারিয়েছেন।
গত ৩০ জুন সোমবার তার মা বার্ধক্যজনিত কারনে মারা যান।ইন্নালিল্লাহি ........। আল্লাহ যেন তার মাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন । আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আপনারা তার মায়ের জন্য দোয়া করবেন ।
তিনি তার মাকে নিয়ে কিছু কষ্টের কথা কবিতায় লিখেছেন নিচে লিংক দিলাম,পারলে তার পাতায় গিয়ে একটু শান্তনা দিয়ে আসবেন।
ফিরে এসো মা
জান্নাতে থেকো মা
কেমন আছোঁ মা
বিষয়: বিবিধ
১৫২৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ যেন তার মাকে মাফ করে দেন এবং তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন । আমীন ।
মন্তব্য করতে লগইন করুন