মাহে রামাদ্বান
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০২ জুলাই, ২০১৪, ১০:১২:৪২ রাত
রমজানেরী চাঁদ উঠেছে নীল গগনে ঐ
কালকে থেকে হইবে রোজা কইরে তোরা কই।
-
রাহমাতেরই সওদা নিয়ে রোজা এলো ফিরে
আনন্দেরই হিল্লোল বহে অন্তরে অন্তরে।
-
পড়বে কুরআন,পড়বে হাদীস জীবন গড়িতে
ভাসবেনা আর ফেলে আসা জীবন নদিতে।
-
মাগফিরাতের জন্যে সদা ফেলবে চোখের জল
গুনাহ মাফের এই মাসকে করে নাও সম্বল।
-
ইফতারিতে দু'হাত তুলে করবে তুমি আতাত
মহান মালিক সদয় হয়ে দেয় যেন নাযাত।
-
কিয়াম কর রাতদুপুরে খোদার মহব্বতে
এটাই হবে আসল সম্পদ রোজ কিয়ামতে।
-
অভাবিরে দান করিবে ফের পাইবে বহুগুন
সুন্দর এক সমাজ গড়তে কুরআনের ক্থা শুন।
(লেখাটা পোস্ট করতে দেরি হয়ে গেলো)
বিষয়: সাহিত্য
১৩৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চকলেট...রান্না বান্না যা যা করেছিলাম তা গেল কই.....
দেখী খুজে দেখী ফ্রিজের মধ্যে এত জিনিস..খুজে পাওয়াও দুষ্কর......না থাক সন্ধ্যায় দেখা যাবে..
মন্তব্য করতে লগইন করুন