একজন পুলিশ যখন শুয়োরের বাচ্চা

লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ জুন, ২০১৪, ০৬:৫৮:৪৬ সকাল

তুই হলি শুয়োরের বাচ্চা

আমি বাচ্চা মানুষের

তুই হলি হুকুমের গোলাম

আমি রাজা সন্ত্রাসের।

-

তুই হলি সামান্য পুলিশ

আমি এম পি মহোদয়

তোর মত কত্ত পুলিশ

আমার কথায় উঠে বয়।

-

তোকে আমি দেখে নেব

আমার সাথে বেটাগিরি

আমি যখন ধরবো তোরে

লাশ করবে গড়াগড়ি।

-

জানিস না তুই আমি ক্যাডা

কার স্নেহে ধন্য

কার ছায়াতে আমি নাচি

কার আমি পণ্য।

-

নারায়নগন্জের একক পতি

আমি একক গডফাদার

আমার উপর যার ছায়া আছে

তিনি আমার গডমাদার।

বিষয়: বিবিধ

১১৮৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239533
২৮ জুন ২০১৪ সকাল ০৯:২০
হতভাগা লিখেছেন : গত কয়েক দশকে এটাই পুলিশের শ্রেষ্ঠ সন্মান পাওয়া ।

তাও আবার শামীম ওসমানের মত একজন নামকরা নেতার কাছ থেকে পেয়েছে এই সন্মান ।

বশিরকে এখন তার কলিগরা যে জেলাস করবে তা বলাই যায় ।
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:০৩
185929
প্যারিস থেকে আমি লিখেছেন : Crying Crying Crying
২৯ জুন ২০১৪ দুপুর ১২:১৯
186166
জীবন রাহমান লিখেছেন : আস্ত বাঁশ অপেক্ষা করছে বশিরের জন্য..........
239561
২৮ জুন ২০১৪ সকাল ১০:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুলিশ মাত্রই আসলে তাই। একটা কে নিয়া বেশি খুশি হওয়ার কিছু নাই।
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:০৩
185930
প্যারিস থেকে আমি লিখেছেন : Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying Crying
239576
২৮ জুন ২০১৪ সকাল ১১:৩২
আব্দুল গাফফার লিখেছেন : জটিল Star Rose Good Luck
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:০৩
185931
প্যারিস থেকে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
৩০ জুন ২০১৪ রাত ০১:৪৩
186339
আব্দুল গাফফার লিখেছেন : Crying Crying Crying
239596
২৮ জুন ২০১৪ দুপুর ১২:২৯
শফিউর রহমান লিখেছেন : তুই হলি
তুমি হলে

যখন তুই বলি তখন "হলি"
যখন তুমি বলি তখন "হলে"
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:০৪
185932
প্যারিস থেকে আমি লিখেছেন : ঠিক করে দিয়েছি। ধন্যবাদ
239607
২৮ জুন ২০১৪ দুপুর ০১:০১
চিরবিদ্রোহী লিখেছেন : Applause Applause Applause Applause
অবশ্য কিছু কিছু ক্ষে্ত্রে পুলিশকে আমার বেশ অসহায় মনে হয়। চাকরি বাঁচাতে, পেটের দায়ে তারা অনেক কিছুই করতে বাধ্য হয় যাতে তাদের বিবেক সাড়া দেয় না। একজন পুলিশ অফিসার এমনই বলেছিলো আমাকে। মূলত: আমাদের ধর্মীয় নৈতিকতার চরম অধপতনই এর মূল কারণ।
২৮ জুন ২০১৪ দুপুর ০৩:০৫
185933
প্যারিস থেকে আমি লিখেছেন : আমারতো মনে হয় পুলিশ ইচ্ছা করেই অসহায় হয়েছে।
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২০
186169
জীবন রাহমান লিখেছেন : একমত
239698
২৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পুলিশ তার দায়িত্ব ঠিক মত পালন করতে পারলে তারে কেউ কিছু বলার সাহস পেত না।
২৮ জুন ২০১৪ রাত ১১:৩৬
186073
প্যারিস থেকে আমি লিখেছেন : সহমত।
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২১
186171
জীবন রাহমান লিখেছেন : সর্বোচ্চ লেভেলে এর চর্চা নাই।
239914
২৯ জুন ২০১৪ সকাল ১১:১২
Anwarulhaque67 লিখেছেন : এ মুহুর্তে এরকম সাহসী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী পুলিশের দরকার। ঐ এএসপিকে হাজারো সালাম ও মুবারকবাদ জানাই।
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২২
186172
জীবন রাহমান লিখেছেন : কিন্তু এই সাহস দেখানোর জন্য তার যে কি হবে তাতো কেউ জানবেনা......Don't Tell Anyone Don't Tell Anyone
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:০২
186240
প্যারিস থেকে আমি লিখেছেন : জীবন রাহমান লিখেছেন : কিন্তু এই সাহস দেখানোর জন্য তার যে কি হবে তাতো কেউ জানবেনা ।
239994
২৯ জুন ২০১৪ বিকাল ০৫:২৭
ছিঁচকে চোর লিখেছেন : চমৎকার সময়োপযোগী কবিতা হইছে। ধন্যবাদ
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
186274
প্যারিস থেকে আমি লিখেছেন : ধন্যবাদ চোর মহাশয়।
240036
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২২
জোবাইর চৌধুরী লিখেছেন :
ধন্যবাদ কবি সাহেব Good Luck Rose Good Luck
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
186273
প্যারিস থেকে আমি লিখেছেন : ইয়া মাবুদ আমিও কবি !!!!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File