প্যারিসে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজের ওপর জুতা নিক্ষেপ (ভিডিও সহ)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৩ জুন, ২০১৪, ০৩:৩১:৫৪ দুপুর
ফ্রান্সের রাজধানী প্যারিসে 'লা করনাভ পার্ক' মাঠে বাংলাদেশ ইয়ুথ ক্লাব, ফ্রান্স আয়োজিত "বাংলার মেলায়" এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের ওপর জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে। এ মেলায় অন্যতম অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান।
বিতর্কিত এই মেলায় দিনব্যাপি অনুষ্ঠিত অনুষ্ঠানে মঞ্চে মাহফুজুর রহমান ওঠার সাথে সাথে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অনেকেই তাকে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারী এবং সিলেট বিদ্বেষী বলে গালি দিতে থাকে। মুহূর্তের মধ্যেই মেলায় উপস্থিত প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা ‘মাহফুজের গালে গালে জুতা মার তালে তালে, সাগর-রুনির হত্যাকারী মাহফুজের ফাঁসি চাই, মূর্খ মাহফুজ টাল মাহফুজ ফিরে যা বাংলাদেশ' এই সকল স্লোগান দিয়ে পায়ের জুতা, হাতে থাকা পানির বোতল নিয়ে মুহূর্তেই স্টেজে থাকা মাহফুজের দিকে এগিয়ে আসেন।
এসময় বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে দফায় দফায় জুতা, পানির বোতল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রায় ২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে অবরোধ থাকার পর পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। পরে উত্তেজিত জনতা পিছু হটলে কঠোর নিরাপত্তা বেস্টনির মধ্য দিয়ে তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। অনেকের সাথে কথা বলে জানা যায়, সরকারের বিরুদ্ধে পুন্জিভূত ক্ষোভ থাকায় মাহফুজুর রহমানকে সরকারের দালাল হিসাবে জুতা নিক্ষেপ করা হয়।
বিষয়: বিবিধ
১৯৮৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিও ছিলেন নাকি তাদের মধ্যে???
না ভাই, আমি সাধারনত এরকম মেলায় যাইনা।
আঁই তো জুতো পায়ে পড়ি। কপালে লাগাই না। পাবলিক খামোখা মোর কপালে গোলাপ ছুড়ে মাইরবার চায়!!
জানেন মামু? হেইদিন পাকলিকগো ছুড়া গোলামের ভারে মুই চ্যাপ্টা হইয়া যাইতুম! বাগ্যিস হেইদনি হেতিনি মোর পাশে আছিল।
সাথে কি আপনিও ছিলেন!?
না আমি সাথে ছিলাম না।
মন্তব্য করতে লগইন করুন