ব্লগাররা যখন চোর
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৩ জুন, ২০১৪, ০১:১৯:৪২ দুপুর
ব্লগের মাঝে চোরেরা সব দিচ্ছে উঁকিঝুকি
কেও করেছে আলু পটল কেওবা কচুর মুকি।
-
কেও করেছে ক্ষীরা চোরি শশার ক্ষেতে যেয়ে
ধরা খাইছে মিষ্টি আলু চোরি করতে গিয়ে।
-
নারকেল গাছের কচি ডাবটা করলাম যখন চোরি
চোর গেলোরে চোর ধররে চেচিয়ে উঠেন বুড়ি।
-
ঢিল মারিলাম বরই গাছে পাড়িয়ে খাব কুল
টিনের ছালে ঢিলটি পড়ে একই করলাম ভুল।
-
চেচিয়ে উঠে বুড়ো দাদু কে ঢিল মারে গাছে
দৌড়টি দিলাম প্রাণ বাচাতে ইজ্জত যাবে পাছে।
-
আঁখের বাগানে ঢুকতে গেলে সব কড়মড় করে
তবুও যেন নিস্তার নাই যার দিকে চোখ পড়ে।
-
আম কাটালও করলাম চোরি আরো করলাম পেপে
এখন সবই করছি হিসাব করছি মেপে মেপে।
-
আমাদের কালে আমরা যখন করতাম এসব চোরি
মনের মাঝে ভয় থাকিত কখন ধরা পড়ি।
-
মাঝে মাঝে পড়লে ধরা কান ধরে উঠবস
আজকের দিনের চোরেরা সব এক একটা বস।
-
আজকের দিনের চোরদের মনে ডরভয় কিছু নেই
বাড়ির মালিক মার খাচ্ছেন চোর ধরতে যেই।
বিষয়: বিবিধ
১৫৬৪ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইমরান ভাই ইমরান ভাই
আমরা তোমায় পাশে চাই।
পাশে যদি না পাই
জ্বালিয়ে পুড়িয়ে করবো ছাই।
(নিজে নিজে জ্বলবো)
উদাহরনঃ-"নারকেল গাছের কচি ডাবটা করলাম যখন চোরি
চোর গেলোরে চোর ধররে চেচিয়ে উঠেন বুড়ি।"
ফার্স্ট পারসন হিসেবেই তো নিজেরে ঘোষণা দিছেন।
না লিখে যদি লিখতেন
"নারকেল গাছের কচি ডাবটা করেছে যখন চোরি
চোর গেলোরে চোর ধররে চেচিয়ে উঠেন বুড়ি।"
কি আর করা স্বঘোষিত চোর যখন হইলেন, কেউ তো আর হ্যান্ড কাপ পরাইবনা একটু অপবাদ সহ্য করতেই হবে।
আর গুণাহ মানুষকে বলে কেয়ামতের ময়দানে স্বাক্ষি বাড়ানোর কি দরকার ভাইয়া?
গুণাহ হয়ে গেছে যেহেতু না বুঝে তা থেকে তওবা করে যার জিনিস চুরি করা হয়েছে তাকে ক্ষতিপুরন দিয়ে বা ক্ষমা চেয়ে এই গুনাহ থেকে পাকসাফ হওয়া চাই।
কিন্তু দুদিনের দুষ্টুমির জন্য যে গুণাহ প্রকাশ পাবে সেটাতে স্বাক্ষ্য অবশ্যই দাড়িয়ে যাবে।
উঠতে বসতে মাইর
ধরা পরলে সব চোরেরাই রাম ধোলাই খায়।
সেটা বলেন আগে।
পরকে নিয়ে লিখছেন কেন
জবাব দিবেন পরে।
আমরা সবাই এক হলে
পাবেন রাস্তা নাহি ।
দিবেন নাকি জবাব
প্যারিস থেকে আমি।।।
উপরে যা লিখছি আমি
ছোটকালের কথা
তুমিও কি ভাই করনি চোরি
বলতো ছুয়ে মাথা।
(ছন্দের সার্থে তুমি বলেছি)
কিশোর তরুনে।
আমার মাথায় হাত দিয়েছি
বলছি এবার শুনেন।
হাবলা হুবলা যারা ছিলো
কিশোর তরুনে
মিয়াজী ভাই তাদের দলে
ছিলেন কেমনে ?
একবার আমি পেপে চুরি
করতে গাছের নিচে
পেপে হাতে পাওয়ার আগেই
দেখলাম চাচা পিছে।
কোথায় পেপে কোথায় চাচা
দেখার সময় নাই
সকাল বেলা চাচার হাতে
একটু ধোলাই খাই!
কোথা থেকে চুরি করে লিখেছে
আগে বলেন সে কথা,
রতনে রতন আর চুরে চুর চিনে
এটাই তো আদি প্রথা।
।
চুরি করে লিখছেন নাকি
বলে ফেলেন ভাই,
চুরিতে ধরা পড়লে আর
রক্ষা কিন্তু নাই।
।
চুরি যদি নাই করে থাকেন
এত বানাব কেন ভুল,
সত্যি কি আপনার লিখা
ভেবে পাচ্ছিনা কোন কূল।
জাস্ট ফান
সত্যিরে ভাই আমি লিখেছি
করিনিতো চোরি
তবুও আমায় চোর বানাতে
আপনার কেন ঝাড়িঝুড়ি।
বানান কোথায় ভুল হয়েছে
একটু যদি বলেন
আমার অনেক উপকার হত
তা কি আপনি জানেন।
অফ টপিকঃ ভয় পাইয়েন না হে হে হে হে মিছা থ্রেট দিছি।
মন্তব্য করতে লগইন করুন