রম্য ছড়া : ওলি আওলিয়া ও তার মুরীদ
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৯ জুন, ২০১৪, ০৩:২১:৫০ দুপুর
বুবুই যখন আছে সাথে
আমার আবার কিসের ভয়
হাজার খুনের পরেও আমি
করবো বুবুর মনটা জয়।
-
আমি ছিলাম আমি আছি
আমি সাথে থাকবো তার
আমি হলাম খুনের রাজ্যের
বড় ভাই কি গডফাদার।
-
করছি খেলা হাটেঘাটে
সংসদেতেও কম কিসে
আমার কথায় সবাই কাঁদে
বুবুর চোখেও জল আসে।
-
চৌদ্দ বছর থেকে আমার
তাহাজ্জুদ কাযা হয়নি ক্ষন
বুবুও আমার আছর পড়েন
ওয়াক্তে জোহর আসে যখন।
-
ওলি আওলিয়া হইছেন বুবু
এবার তারে ঠেকায় কে
বুবুর আবার দরবার শরিফ
দাদার বাড়ি আছে যে।
-
আমি হলাম প্রধান মুরীদ
এমন ভাগ্য আছে কার
বুবুর স্নেহে ধন্য আমি
বুবুই আমার গডমাদার।
বিষয়: বিবিধ
১৮১৯ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Nice Brother . Thanks .
ভন্ড পীরের ভন্ড মুরীদ দেখতে যদি চাও
বাংলাদেশের নারায়নগন্জে লুংগী খুলে যাও।
সাবধান থাকবেন।
নারায়গন্জেতে,
দাড়ি নেই টুপি নেই
সন্ত্রাসের গডপাদার যে।
নারায়নগন্জি হইলো মোরীদ
হইলো গডফাদার
তার জন্য আছে পীর আওলিয়া
আছেন গডমাদার।
মন্তব্য করতে লগইন করুন