ব্লগ ও ব্লগারদের জন্য একগুচ্ছ ভালবাসার কবিতা
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ০৮ জুন, ২০১৪, ০৫:২৩:২১ বিকাল
মাঝে মাঝে ইচ্ছে করে ব্লগটাকে দেই ছুটি
একটু পরেই আবার আমি ব্লগেই লুটোপুটি।
-
সেদিন আমায় বললো হেসে বন্ধু স্বজন কেও
ব্লগের রোগে ধরছে আমায় শুনে আমি ম্যাও।
-
বললাম আমি হেসে হেসে তাইনা বুঝি ভাই
ব্লগে এমন তর ভালবাসা হরহামেশা চাই।
-
বিডিটুডের প্রেমের ফাঁদে পড়ছে অনেকজন
সকল ব্লগার আমরা সবাই সবার প্রিয়জন।
-
কেও লিখে যান ছন্দ-ছড়া কেওবা কবিতা
কেওবা আবার গল্প লেখেন পড়ে মুগ্ধ যা।
-
প্রবন্ধ আর উপন্যাসও হচ্ছে মাঝে মাঝে
কেওবা আবার মন যা চায় লিখেন আজেবাজে।
-
কেও লিখে যান সমসাময়িক আন্তর্জাতিক বিষয়
কেওবা আবার বাংলার কথা লিখেন সময় সময়।
-
আসছে নতুন অনেক ব্লগার পুরাতনের ভীড়ে
আমরা সবাই লিখে যাব একই ব্লগের নীড়ে।
বিষয়: সাহিত্য
২০২৪ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেমের মরা জলে ডুবেনা
আর
ব্লগের প্রেমিকরা ব্লগ ছাড়েনা।
ইমরান দাদা লিখেছেন....... আপনার নাম নাকি “প্যারিসের রাজকুমারী ” হলে আপনার পোস্ট নিশ্চিত “ইশটিক্কি”
বিডিটুডের প্রেমের ফাঁদে পড়ছে অনেকজন
সকল ব্লগার আমরা সবাই সবার প্রিয়জন।
আসছে নতুন অনেক ব্লগার পুরাতনের ভীড়ে
আমরা সবাই লিখে যাব একই ব্লগের নীড়ে।
সবাইকে আবার নিয়ে আসতে হবে একই নীড়ে
তাই কিছু সিনিয়র ব্লগার দায়িত্ব নেয়া দরকার।
আজ আবার মামা হয়ে গেল!?
প্রেমের মরা জলে ডুবেনা
ব্লগার প্রেমিক ব্লগ ছাড়েনা।
কেওবা আবার গল্প লেখেন পড়ে মুগ্ধ যা"।
দিনে দিনে আমি মুগ্ধ....।
সকল ব্লগার আমরা সবাই সবার প্রিয়জন।
মুগ্ধতা ছড়ানো পোস্ট! খুব ভাল লাগলো। ধন্যবাদ আপনাকে।
JazakAllah khair
কবিকে ধন্যবাদ
ইমরান দাদা লিখেছেন....... আপনার নাম নাকি “প্যারিসের রাজকুমারী ” হলে আপনার পোস্ট নিশ্চিত “ইশটিক্কি” কবিতা কিন্তু ফাটাফাটি হয়েছে প্যারিস আপু
মন্তব্য করতে লগইন করুন