যুবক
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ৩০ মে, ২০১৪, ০৩:১৭:১১ দুপুর
হে যুবক,
তোমার দু'চোখের নীচে কালিমা কেন ?
তুমি কি হতাশ ?
ঝঞ্জা বিক্ষুব্ধ এ পৃথিবীর নিষ্ঠুর আচরণে
ক্ষুব্ধ, কিংবা মর্মাহত।
তোমার মাঝে এ কোন বিষন্নতা!
-
আজকের এ পৃথিবীতে তোমার আগমন কি
শুধু আসা আর যাওয়া।
-
তাই যদি না হয়
তবে উঠো
হে যুবক।
-
হে যুবক উঠে এসো
গগনবিদারী আওয়াজ তুলো
নারায়ে তাকবীরের।
-
দেখবে তোমার সাথে হাজারো যুবক
আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে।
-
এ পৃথিবী জানবে তুমি হতাশ নও
তুমি ক্ষুব্ধ, কিন্তু মর্মাহত নও।
বিষন্নতা শুধু হেয়ালী।
-
তাই করো হে যুবক
তুমি জয়ী হবে
তুমি আছ সীরাতুল মোস্তাকিমের পথে।
(এই কবিতাটা লিখেছিলাম ০১/০৭/২০০৪ সালে)
বিষয়: সাহিত্য
১১১৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Awesome .Nice.Wonderful.
মন্তব্য করতে লগইন করুন