শুধু তোমার জন্যে হে প্রিয়
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৯ মে, ২০১৪, ০৬:৪১:১৯ সকাল
নিস্তব্ধ নিশুতি রাত
ঐ দুরে চাঁদ মামাটা উঁকিঝুকি মারছে
বারবার শতবার ব্যর্থ প্রচেষ্টা
মেঘমালা ঢেকে দেয় রুপালী চাঁদ।
-
নেই জনতার কোলাহল কিংবা
পাখির কলরব
ট্রেনের,বাসের শু-শু শব্দ
কুকুরের ডাকতো শুনিনা আজ কতদিন ।
-
পাশের রুমের মৃত মানুষগুলোর
নাক ডাকার শব্দও নেই
কারো জানালায় পর্দার নড়াচড়া কিংবা
সামান্য আলোর ঝলকানি,কিছুই নেই।
-
আর নেই আমার একমুটো ঘুম।
-
কেন নেই জানো ? কার বিহনে আঁখিযুগল
ধর্মঘট করে চলেছে অবিরত
কেন আজ চাঁদ মামাটা মেঘের কাছে পরাজিত ?
-
শুধু তোমার জন্যে হে প্রিয়।
বিষয়: সাহিত্য
১৩২৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Rx.
1. Tab.Zipam (10mg)
0+0+1 Daily
খান ঘুম না এসে যাবে কোথায়।
আমি কার লাগিয়া গাঁথিরে মালা
কার লাগিয়া গাথি।
ধন্যবাদ ভাইজান। লেখক প্যারিস এখন কবিতা প্রসব করছে দেখে ভাল লাগছে। আগামীদিন গান ও প্রসব করবে ইনশাল্লাহ। কবিতাটি ভাল লেগেছে। ধন্যবাদ।
-
কেন নেই জানো ? কার বিহনে আঁখিযুগল
ধর্মঘট করে চলেছে অবিরত
কেন আজ চাঁদ মামাটা মেঘের কাছে পরাজিত"
অসাধারণ শব্দচয়ন, খুবই ভালো লেগেছে। ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন