অভিশাপ দিওনা হে বন্ধু
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৮ মে, ২০১৪, ০৩:৪০:৫৩ দুপুর
আমি তার চোখে জল দেখেছি
তার মুখ দেখেছি ফ্যাকাশে
তার হৃদয়ে ছিলো প্রচন্ড হাহাকার
না পাওয়ার বেদনা,
শুধু তোমার জন্য।
-
তুমি তাকে অভিশাপ দিওনা হে বন্ধু।
-
তাকে অনেকদিন থেকে জানি
দীর্ঘদিনের সহপাঠি
রাজপথের মিছিলের সহযোদ্ধা
কিন্তু, এভাবে বিধ্বস্ত তাকে কোনদিন দেখিনি,
শুধু তোমার জন্য।
-
তুমি তাকে অভিশাপ দিওনা হে বন্ধু।
-
কত অলসবেলা তার সাথে কাটে
আড্ডা,হাসি আনন্দে একজন প্রাণবন্ত মানুষ
নরম-শুভ্র হৃদয়ের অধিকারী সে
কিন্তু এতটা ভাবিনি, আজ তাকে যতটা দেখলাম
শুধু তোমার জন্য।
-
তুমি তাকে অভিশাপ দিওনা হে বন্ধু।
(২৪/০৪/২০০৫ ইং তারিখে এক বন্ধুর জন্য লিখেছিলাম)
বিষয়: সাহিত্য
১২৪১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন