মুক্তি চাই
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৬ মে, ২০১৪, ০১:৩৩:১৮ রাত
আমি হতবাক হই,
যখন দেখি আমার চারিদিকে
মানুষের হাহাকার।
আর কতকগুলো মানুষরুপি
জালিমের অত্যাচার।
-
আমি হতবাক হই,
যখন দেখি বিচারের নামে
চলছে প্রহসন।
আর কতকগুলো মানুষ অপরাধি হয়েও
পাচ্ছে অহর্নিশ মুক্তি।
-
আমি হতবাক হই,
যখন দেখি অনেক কষ্টের পরও
মানুষ তার অধিকার থেকে
হচ্ছে বঞ্চিত।
আর তাদের অধিকার কতকগুলো মানুষ
করছে সঞ্চিত।
-
এ কোথায় আমি বাস করছি।
-
মুক্তি চাই আমি
মুক্তি চাই এই চরম নিষ্টুরতা থেকে।
বিষয়: সাহিত্য
১১৫৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন