ষড়ঋতুর বাংলাদেশ
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ২৪ মে, ২০১৪, ০১:৪৩:২৫ রাত
বাংলাদেশ আমার প্রিয় মাতৃভুমি। গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত,শীত আর বসন্ত এই ৬ টি প্রাণকাড়া ঋতুর সমন্বিত রুপ আমার প্রিয় বাংলাদেশ। আসুন আমরা জেনে নেই কখন কোন ঋতু আমরা অতিক্রম করছি তা কিভাবে বুঝতে পারি।
জমি ফেটে চৌচির, একফোটা পানির জন্য চারিদিকে হাহাকার, আর প্রচন্ড খররুদ্রে আপনার প্রাণ যখন ওষ্টাগত তখন বুঝবেন এখন চলছে গ্রীষ্মকাল।
আকাশ ঘনকালো অন্ধকারে ছেয়ে গেছে,গুড়ুম গুড়ুম আওয়াজ, মাঝে মাঝে বিদ্যুতের চমক,সারাদিন ওজরধারায় বৃষ্টি, আর বৃষ্টির রিমঝিম শব্দে অন্যরকম এক ভালোলাগা সে তো বর্ষাকালই।
আকাশে সাদা মেঘের ভেলা আর নদীর দ্ধারে নরম-শুভ্র কাঁশফুলের দোলা দেখলেই মনে হয় প্রকৃতিতে শরৎ এসেছে।
গোলায় নতুন ধান,নতুন বউয়ের মুখে মিষ্টি-মধুর হাসি,ঘরে ঘরে পীঠা পায়েসের আয়োজনই বলে দেয় হেমন্তকাল যায়।
সর্বত্র কুয়াশায় আচ্ছন্ন, একটু দুরের কিছু পর্যন্ত দেখা যায়না,ঘাসের ঢগায় চিকচিক করে মুক্ত ঝরে, এক কাপ ধুমায়িত চা পান করলে যখন প্রাণটা জুড়িয়ে যায় বুঝে নিবেন আপনি শীতকাল অতিবাহিত করছেন।
পত্র-পল্লবে নতুন সতেজতা,গাছের ডালে ভরপুর রক্তবর্ণ কৃঞ্চচুড়া ফুল আর দুর থেকে কুকিলের কুহু-কুহু প্রাণজুড়ানো গান ভেসে আসলে বুঝবেন বসন্ত এসেছে ধরায়।
বিষয়: বিবিধ
৩৩১৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন